shono
Advertisement

এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে ফ্রিজ-টিভি, নেই শুধু বিদ্যুৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আজব গাঁয়ের কথা! যে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডারের মতো ভোগ্যপণ্য৷ কিন্তু গ্রামে যে জিনিসটা নেই, সেটা হল বিদ্যুৎ! তাই এই গ্রামে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত টিভিও চলেনি, আলোও জ্বলেনি৷ অবাক হলেন তো? আসল কারণটা কিন্তু সত্যিই অবাক করা৷ এই দশা কোয়েম্বাটুর জেলার […] The post এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে ফ্রিজ-টিভি, নেই শুধু বিদ্যুৎ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:16 PM May 23, 2016Updated: 02:46 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আজব গাঁয়ের কথা! যে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডারের মতো ভোগ্যপণ্য৷ কিন্তু গ্রামে যে জিনিসটা নেই, সেটা হল বিদ্যুৎ! তাই এই গ্রামে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত টিভিও চলেনি, আলোও জ্বলেনি৷ অবাক হলেন তো? আসল কারণটা কিন্তু সত্যিই অবাক করা৷

Advertisement

এই দশা কোয়েম্বাটুর জেলার প্রত্যন্ত গ্রাম সেম্বুক্কারাই, থুমানুরে৷ নিয়ম করে এই গ্রামে ভোট আসে, ভোট যায়৷ রাজনৈতিক নেতারা ভোটের ‘ভেট’ নিয়ে যান জনপদে৷ বাড়িতে মজুত হতে থাকে টিভি, ফ্রিজ- কিন্তু সেগুলি চলে না কোনওদিন! চলবেই বা কী করে? স্বাধীনোত্তর ভারতে যে গ্রামগুলিতে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি, তাদের মধ্যেই যে থেকে গিয়েছে সেম্বুক্কারাই, থুমানুর৷

(জল পরিশোধনে দেশকে পথ দেখাচ্ছে জামশেদপুর)

দুই গ্রাম মিলিয়ে প্রায় ১৫০ পরিবারের বাস৷ কোয়েম্বাটুরের ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই হয় দিনমজুর, নয়তো কৃষক৷ বাসিন্দারা জানিয়েছেন, ডিএমকে বা এআইএডিএমকে নেতাদের বহুবার আবেদন করেও কোনও লাভ হয়নি৷ নেতারা নিয়ম করে ‘ভেট’ নিয়ে আসেন ভোটের লোভে, ফের ভোট মিটলেই তাঁদের আর গ্রামে দেখা যায় না৷ কবে গ্রামের প্রায় ৩৫০ একর জমির উপরে বিদ্যুতের খুঁটি বসবে, সেদিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে এখন রানগাম্মা, রামারাজরা হাল ছেড়ে দিয়েছেন৷

The post এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে ফ্রিজ-টিভি, নেই শুধু বিদ্যুৎ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement