সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসেবার লক্ষ্যে বাংলাদেশের কাহালু নন্দীগ্রাম অঞ্চলে উপনির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম। সেই মনোনয়ন বাতিল করে দিলেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তথ্যের গড়মিলের অভিযোগে মনোনয়ন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ প্রার্থী হিরো আলম। তিনি বলেন, “একই অজুহাতে একাদশ জাতীয় নির্বাচনেও আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। সে সময় নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলাম। তাতে আবার প্রার্থীপদ ফিরে পাই। এবারও আবেদন করব। আশা করি দু’টি আসনেই মনোনয়ন ফিরে পাব।”
[আরও পড়ুন: বিছানায় শুয়েই জন্মদিন সেলিব্রেট নুসরতের! কীভাবে শুভেচ্ছা জানালেন যশ? দেখুন ভিডিও]
প্রসঙ্গত,কয়েক মাস আগে পুলিশের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন হিরো আলম! সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার। সংবাদ সংস্থা এএফপিকে হিরো আলম সেই সময় বলেন, পুলিশ তাঁকে থানায় ডেকে এনে মানসিক নির্যাতন করছে।
হিরো আলম আর বেসুরো, বিকৃত গান গাইবেন না বলেও পুলিশকে মুচলেকা দিয়ে জানিয়েছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় গায়ক ও ইউটিউবার। যেভাবে বিকৃত সুরে গান গেয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন, বিশেষ করে বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গাওয়ায় হিরো আলমের নামে পুলিশের অভিযোগও দায়ের হয়েছিল। তা থেকে বাঁচতেই পুলিশের কাছে বিকৃত সুরে গান না গাওয়ার মুচলেকা দেন হিরো আলম। পুলিশকে স্পষ্ট জানান, এবার থেকে বিকৃত সুরে গান গাওয়া বন্ধ! আর তারপরেই সংবাদ সংস্থার কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন হিরো আলম।