shono
Advertisement

Breaking News

প্রতিপক্ষ মিনার্ভাকে সমীহ করেই ডার্বির আগে জিততে তৈরি সোনিরা

তবে আই লিগের প্রথম ম্যাচে একটা বিষয়ই ভাবাচ্ছে কোচ সঞ্জয় সেনকে। The post প্রতিপক্ষ মিনার্ভাকে সমীহ করেই ডার্বির আগে জিততে তৈরি সোনিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 AM Nov 25, 2017Updated: 04:59 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝমাঠের দুর্বলতাকে পাত্তা দিতে রাজি নয় মোহনবাগান।

Advertisement

একদিকে বিমান বিভ্রাট। অন্যদিকে ২৪ ঘণ্টা আগে একরাশ ক্লান্তিকে সম্বল করে লুধিয়ানা পৌঁছন। তবু মোহনবাগান এসবকে পাত্তা দিতে রাজি নয়। বরং তিন পয়েন্ট কীভাবে পাঞ্জাবের মাটি থেকে নিয়ে আসা যায় তারই ছক কষে ফেলেছেন সঞ্জয় সেন। মোহনবাগান কোচ ঠিক করেছেন, মাঝমাঠের দুর্বলতাকে নিয়ে যে যতই বলুক না কেন তিনি আদৌ চিন্তিত নন। আসলে গতবার বিক্রমজিৎ, শেহনাওয়াজ, শৌভিক চক্রবর্তীরা মাঝমাঠে থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এবার সেই জায়গায় দলে আসছেন শিল্টন ও রেনিয়াররা। যতই সোনি নর্ডিরা থাকুন না কেন, সেন্ট্রাল হাফ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে সঞ্জয় সেনের। মুখে অবশ্য বললেন না। বরং জানিয়ে দিলেন, “আমার মাঝমাঠ দুর্বল বলে যারা বোঝাতে চাইছে তারাই এসে কোচিং করুক। ঠিকই আছে। মাঝমাঠ নিয়ে আদৌ চিন্তিত নই।”

[একদিনের ম্যাচে মাত্র ২ রানেই অলআউট গোটা টিম!]

তাঁকে বরং ভাবিয়ে তুলেছে মির্নাভা। পাঞ্জাবের এই দলটি সম্প্রতি হারিয়ে এসেছে আইএসএল খেলা বেঙ্গালুরুকে। অথচ আইএসএল-এর বিপক্ষে দু’টো ম্যাচ খেলতে গিয়ে দু’টিতেই হেরেছেন সোনিরা। চিন্তার একটা পিঠ যদি এটা হয়, তাহলে অপরদিক হল গতবছর থেকে গুণগত মানে এবার তারা অনেক ভাল দল। “গত বছরের তুলনায় যথেষ্ট শক্তিশালী দল। যারা বেঙ্গালুরুকে হারিয়েছে তাদের দুর্বল ভাবা বোকামি। তাই মির্নাভাকে নিয়ে ভাবতেই হচ্ছে।” মোবাইলে স্পষ্ট জানিয়ে দিলেন সঞ্জয় সেন।

আই লিগের প্রথম ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে। কারণ মির্নাভার পরের ম্যাচই হল ডার্বি। তাই এই ম্যাচের উপর অনেকখানি নির্ভর করছে ডার্বির ভবিষ্যৎ। দল পাঞ্জাব রওনা হওয়ার আগে পাখি পড়ার মতো পইপই করে কর্তারা ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন, তিন পয়েন্ট নিয়ে ফেরা চাই। নাহলে সর্বনাশ। ড্র হলেও মনোবলে চিড় ধরবে। “আমি কলকাতা ছাড়ার আগে বলে এসেছিলাম, গতবারের মতো অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খোয়ানো চলবে না। তিন পয়েন্ট চাই। জানি মির্নাভা শক্তিশালী দল। কিন্তু আই লিগে চ্যাম্পিয়ন হতে গেলে প্রত্যেকটি ম্যাচে তিন পয়েন্ট নিয়েই এগোতে হবে।” সঞ্জয়ের গলায় তখন চড়া সুর ধরা পড়ছিল।

[আইএসএল ম্যাচে মহিলা সমর্থকের সঙ্গে অশালীন ‘আচরণ’, ক্ষুব্ধ জন]

বৃহস্পতিবার দল লুধিয়ানায় পৌঁছয় রাত সাড়ে দশটায়। তাও ফ্লাইটে অমৃতসরে নেমে সরাসরি গাড়িতে রওনা হতে হয়। এভাবে কষ্ট করে পৌঁছে দলের পক্ষে কি ভাল খেলা আজ সম্ভব? কোচ বলছেন, “কেন সম্ভব নয়? ছেলেরা যথেষ্ট বিশ্রাম পেয়েছে। ওসব ক্লান্তি দল কাটিয়ে উঠেছে।” পাঞ্জাবে ঠান্ডা বেশি। তবে হাড় কাঁপানো নয়। সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছেন, এ ঠান্ডা বেশ মনোরম। ঠান্ডা দলকে কাবু করতে পারবে না।

The post প্রতিপক্ষ মিনার্ভাকে সমীহ করেই ডার্বির আগে জিততে তৈরি সোনিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement