সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ চায় না ভারত৷ কিন্তু হামলার জবাব ভালমতোই দিতে জানে৷ সেই প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে ভারতের পশ্চিমপ্রান্তে৷ শ্রীনগর থেকে বিকানের পর্যন্ত জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’৷ সেনা সূত্রের খবর, ১৮টি সেনাঘাঁটিতে জোরকদমে শুরু হয়ে গিয়েছে যুদ্ধের প্রস্তুতি৷ ‘ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড’কে যুক্ত করে “Exercise Talon” শুরু করে দিয়েছে সেনা৷
সাধারণত বিশেষ এই রক্ষণাত্মক মহড়া যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবেই নেওয়া হয়ে থাকে৷ প্রসঙ্গত, উরি হামলার সপ্তাহখানেক আগেই এই বিশেষ মহড়া দিয়েছিল ভারতীয় সেনা৷ সাধারণত এত কম সময়ের ব্যবধানে এই ধরণের মহড়া দেওয়া হয় না৷
কয়েকদিন আগেই খবরে উঠে আসে পাকিস্তানের আকাশে F-16 ফাইটার জেটের চক্কর দেওয়ার কথা৷ ভারত-পাক সীমান্তেও পাক যুদ্ধবিমানের দেখা মিলেছে বলে জানা গিয়েছে৷ সেগুলি নাকি পাকিস্তানের হাইওয়েতে পরীক্ষামূলকভাবে অবতরণও করানো হয়েছে৷
উরি হামলার পর থেকেই ভারতের পশ্চিমপ্রান্তের ৭৭৮ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল৷ তবে এবারে নাকি সবরকম পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনা৷ উরি হামলার পরই ক্ষিপ্ত ভারতীয় জওয়ানরা চেয়েছিলেন পাকিস্তানের ভাষাতেই তাদের উত্তর দিতে৷ তবে, সব দিক ভেবেচিন্তেই এগোতে চায় কেন্দ্র৷ কিন্তু, সুর নরম তো দূরে থাক পাক মুলুকের মৌখিক আস্ফালন বেড়েই চলেছে৷
যুদ্ধ যদি লাগেই, তাহলে ভারতও তৈরি৷ এমনটাই জানা গিয়েছে সেনা সূত্রে৷ ক’দিন আগেই সেনা ভান্ডারে চলে এসেছে ৩৬টি অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান৷ ইতিমধ্যেই সেনার তিন বাহিনীর সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে ‘ওয়াররুম’ বৈঠকও সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী৷ জম্মু ও পাঠানকোট এলাকা ঘুরে এসেছেন ‘ওয়েস্টার্ন কম্যান্ড’-এর চিফ লেফটেন্যান্ট জেনারেল সুরিন্দর সিং৷
The post যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত appeared first on Sangbad Pratidin.