shono
Advertisement

Breaking News

স্কুলে শিশুর যৌন হেনস্তা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি হাই কোর্টের

স্কুলে সেফটি অ্যান্ড সিকিউটিরি কমিটি গঠনের নির্দেশ৷  The post স্কুলে শিশুর যৌন হেনস্তা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:50 PM Nov 16, 2018Updated: 10:00 PM Nov 16, 2018

শুভঙ্কর বসু: রাজ্যের প্রতিটি স্কুলে সেফটি অ্যান্ড সিকিউরিটি মনিটারিং কমিটি তৈরি করতে হবে৷ নিয়োগ করতে হবে কাউন্সেলর, স্কুলে রাখতে হবে সাজেশন বক্সও৷ স্কুলে শিশুদের যৌন হেনস্তা রুখতে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি নাদিরা পাথেরিয়া জানিয়েছেন, অবিলম্বে স্কুলগুলিতে আদালতের নির্দেশিকা কার্যকর করতে হবে রাজ্য সরকারকে৷ শিশুদের যৌন হেনস্তা  রুখতে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ করেছে কিনা, তা দেখার জন্য একটি নোডাল বডি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত৷

Advertisement

[ আবাসনে বেআইনি নির্মাণের অভিযোগ, প্রমোটারকে মার বাসিন্দাদের]

গত বছরের ডিসেম্বর মাসের ঘটনা৷ দক্ষিণ শহরতলির জিডি বিড়লা স্কুলে চার বছরের এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল হয়েছিল শহর৷ ঘটনায় স্কুলেরই দুই শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই সমস্ত স্কুলে শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনজীবী  ফিরোজ এডুলজিকে আদালত বান্ধব নিয়োগ করেন হাই কোর্টের বিচারপতি নাদিয়া পাথেরিয়া৷ শহরের স্কুলগুলিতে শিশুরা ঠিক কতটা নিরাপদ?  তা খতিয়ে দেখে হাই কোর্টে রিপোর্ট জমা দেন তিনি৷ সেই রিপোর্টের ভিত্তিতে স্কুলে যৌন হেনস্তা রুখতে শুক্রবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাই কোর্ট৷

নির্দেশিকায় কী বলেছেন হাই কোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া? তাঁর স্পষ্ট নির্দেশ, শহরের প্রতিটি স্কুলে সেফটি ও সিকিউটিরি কমিটি গঠন করতে হবে৷কমিটির মেয়াদ একবছর৷ শিশুদের যৌন হেনস্তা রুখতে স্কুলের উপযুক্ত পরিবেশ তৈরি ও স্কুলের কর্মী-অভিভাবকদের সচেতন করার কাজ করবেন সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিটির সদস্যরা৷ নজরদারিও চালাবেন তাঁরা৷ শুধু তাই নয়, প্রতিটি স্কুলে নিয়োগ করতে হবে কাউন্সেলর, রাখতে হবে সাজেশন বক্সও৷ বস্তুত, এ বছরের শুরুতেই ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শিশুদের যৌন হেনস্তা রুখতে  নির্দেশিকা জারি করেছে সিবিএসই-আইসিএসই বোর্ড৷ সেই নির্দেশিকার ভূয়সী প্রশংসা করেছে কলকাতা হাই কোর্ট৷ 

[ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এ কী করলেন যাত্রী! ভিডিও দেখলে শিউরে উঠবেন]

The post স্কুলে শিশুর যৌন হেনস্তা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement