shono
Advertisement

অসম মায়ানমারের অংশ ছিল! সিব্বলের কথায় বিশ্বশর্মা ‘রেগে অগ্নিশর্মা’

কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
Posted: 09:27 PM Dec 08, 2023Updated: 09:27 PM Dec 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম একসময় মায়ানমারের অংশ ছিল। এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বললেন, যাঁদের এই সব বিষয়ে জ্ঞান নেই তাঁদের উচিত চুপ করে থাকা।

Advertisement

সংবিধানের ৬এ ও নাগরিকত্ব আইন ১৯৫৫-কে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন জমা পড়েছিল। গত ৫ ডিসেম্বর সেগুলোর শুনানি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেখানেই সিব্বল (Kapil Sibbal) দাবি করেন, একসময় মায়ানমারের (তৎকালীন বর্মা) অংশ ছিল উত্তর-পূর্বের রাজ্যটি। পরে তা ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, ”১৮২৪ সালে অসম ব্রিটিশদের হাতে চলে যায়। যখন তারা ওই ভূখণ্ডের একটা অংশ দখল করে নিয়েছিল।”

[আরও পড়ুন: মোমবাতির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ৬, বিপুল ক্ষয়ক্ষতি]

এমন দাবির প্রতিবাদ করেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Sarma)। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ”যাঁদের কোনও জ্ঞান নেই, তাঁদের কথা বলাই উচিত নয়। অসম কোনওদিনই মায়ানমারের অংশ ছিল না। বহুদিন সেই দেশের সঙ্গে সংঘাত ছিল। এটাই একমাত্র সম্পর্ক। আমি তো কোনও তথ্য পাইনি, যেখানে বলা আছে মায়ানমারের অংশ ছিল অসম।”

[আরও পড়ুন: UNESCO তকমা পাওয়ার পরেই বর্ণাঢ্য উদযাপন, গরবায় মাতল নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement