shono
Advertisement

কাশ্মীর নিয়ে উদ্যোগী অমিত শাহ, ভূস্বর্গের ১০০ জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন মালহোত্রার সঙ্গেও সাক্ষাৎ করলেন অমিত শাহ৷ The post কাশ্মীর নিয়ে উদ্যোগী অমিত শাহ, ভূস্বর্গের ১০০ জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:48 AM Sep 04, 2019Updated: 11:59 AM Sep 04, 2019

নন্দিতা রায়, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের পর সেখানকারা পরিস্থিতি স্বাভাবিক করাই এখন কেন্দ্রের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই উদ্যোগী হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সরকার ও দলের পক্ষ থেকে কাশ্মীর নিয়ে যেহেতু বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। তার জন্য সেখানকার ১০০ জন জনপ্রতিনিধির সঙ্গে কথা বললেন শাহ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন মালহোত্রার সঙ্গেও সাক্ষাৎ করেলেন তিনি।

Advertisement

[ আরও পড়ুন: NRC বিতর্ক এড়াতে পদক্ষেপ, ‘প্রোটেক্টেড এরিয়া’-র আওতায় আনা হল অসমকে ]

মঙ্গলবার দিল্লিতে প্রথমবার সেখানকার ১০০ জন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এরপর মালহোত্রার বাসভবনে গিয়ে, তাঁর সঙ্গে দেখা করেন। সেই সাক্ষাতে তাঁর সঙ্গী ছিলেন বিজেপির সর্বভারতীয় কার্যকারী সভাপতি জে পি নাড্ডা। ৩৭০ ধারা রদ নিয়ে দেশজুড়ে প্রচারের লক্ষ্যে চলতি মাসের পয়লা তারিখ থেকেই ‘জনজাগরণ অভিযান’ শুরু করেছে বিজেপি। এই কর্মসূচি যাতে কাশ্মীরের মাটিতে সফল হয়, সেদিকে নজর রেখেই মালহোত্রার সঙ্গে শাহের সাক্ষাৎ বলে মত রাজনৈতিক মহলের। কেন্দ্রের মোদি সরকার যে কাশ্মীরের মানুষের উন্নয়নের জন্য নিরন্তর প্রয়াস করছে, সেই বার্তাই উপত্যকার মানুষের কাছে পৌঁছে দেওয়াই, জনজাগরণ অভিযানের উদ্দেশ্য। এর জন্য কেন্দ্র বিভিন্ন প্রকল্পের প্রচার, যা খুব শীঘ্রই কার্যকর হবে, তার উপকারগুলির উপর জোর দিচ্ছে বিজেপি। একমাসব্যাপী এই কর্মসূচির রাশ রয়েছে শাহ-র হাতেই। তিনিই দলের নেতা থেকে মন্ত্রী, সকলকে এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

[ আরও পড়ুন: বাইকে এসে হার ছিনতাইয়ের চেষ্টা, অবিশ্বাস্য দক্ষতায় চোর ধরল মা-মেয়ে! দেখুন ভিডিও ]

অন্যদিকে, কাশ্মীরের প্রতিনিধিদলের সদস্যরা এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন। শাহ-র সঙ্গে বৈঠকে ৩৭০ রদের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কাশ্মীরে যাতে শান্তি ফেরে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই বিষয়ে শাহ জোর দেন। প্রতিনিধিদলে জম্মু, পুলওয়ামা, শ্রীনগর এবং লাদাখের প্রতিনিধিরাও হাজির ছিলেন। ছিলেন কাশ্মীরের ২২ জন গ্রাম প্রধানও। এঁরা একসময় সন্ত্রাসবাদীদের হুমকির মুখে পড়া সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জিতে আসেন। সূত্রের খবর, শাহ এদিন এঁদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। তাঁদের প্রত্যেকের জন্যই সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকা করে বিমার ব্যবস্থা করা হয়েছে। বৈঠকের পরে, প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কাশ্মীরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং খুব শীঘ্রই সেখান থেকে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া হবে।

The post কাশ্মীর নিয়ে উদ্যোগী অমিত শাহ, ভূস্বর্গের ১০০ জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার