দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিয়ারের বোতল হাতে তুলে নিয়ে মায়ের সামনেই ছেলেকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। দোলের (Holi 2023) দিনই মায়ের কোল ফাঁকা করে চলে গেলেন ৩৩ বছরের ছেলে।
মঙ্গলবার অর্থাৎ দোল উৎসবের দিন ঘটনাটি ঘটে হুগলির (Hoogly) জনাইয়ের মধ্যপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণেন্দু দাস। জমিজমা নিয়ে প্রতিবেশী যুবক রুনু সিংয়ের সঙ্গে বচসায় জড়ান কৃষ্ণেন্দু। কিন্তু তার মাঝেই কুষ্ণেন্দুর উদ্দেশে কটূক্তি করেন রুনু। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রুনুর কটাক্ষের প্রতিবাদ করেন কৃষেন্দু। যা সহ্য করতে পারেননি রুনু। তখনই দুই ভাই বাবু ও বুড়োকে সঙ্গে নিয়ে বাঁশ দিয়ে কৃষ্ণেন্দুকে মারধর করতে শুরু করেন রুনু।
[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় UNESCO, চিঠি পেয়েই পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর]
এখানেই থামেননি তাঁরা। অভিযোগ, কৃষ্ণেন্দুর মায়ের সামনেই মদের বোতল হাতে তুলে নিয়ে তাঁকে জোর আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়েন কৃষ্ণেন্দু। তাঁকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যাওয়ায় শেষরক্ষা করা সম্ভব হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। রুনু সিংকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। উৎসবের দিন এমন ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।