shono
Advertisement

হাসপাতালে নেই শববাহী গাড়ি, এইভাবেই স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ

চরম অমানবিক! The post হাসপাতালে নেই শববাহী গাড়ি, এইভাবেই স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:19 PM Jun 04, 2017Updated: 03:15 PM Jun 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না, তাই অসুস্থ স্ত্রীকে ভর্তি করেছিলেন সরকারি হাসপাতালে৷ স্ত্রীকে তো সুস্থ ফিরে পেলেনই না, উল্টে তাঁর মৃত্যুর পর একটি শববাহী গাড়ি দিতেও অস্বীকার করল হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাই অগত্যা ছেলের বাইকে চেপে স্ত্রীর মৃতদেহ নিয়ে গ্রামে ফিরলেন বিহারের শংকর শাহ৷

Advertisement

[সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা]

বিহারের পূর্ণিয়া জেলার রানিবাড়ি গ্রামে থাকেন বছর ষাটের শঙ্কর শাহ৷ খুবই গরিব পরিবার৷ শংকর ও তাঁর ছেলে দুজনেই দিনমজুরি করেন পাঞ্জাবে৷ গ্রামের বাড়িতে একাই থাকতেন শংকরের স্ত্রী সুশীলা দেবী৷ আমচকাই  গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ খবর পেয়ে ছেলেকে নিয়ে তড়িঘড়ি বাড়িতে ফেরেন শঙ্কর৷ স্ত্রীকে ভর্তি করেন পূর্ণিয়া জেলা হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রে সমস্যা ও যক্ষায় ভুগছিলেন বছর পঞ্চাশের ওই মহিলা৷ শুক্রবার সকালে মারা যান সুশীলা দেবী৷ শংকর শাহ জানিয়েছেন, ‘স্ত্রীর মৃত্যুর পর আমাকে মৃতদেহ নিয়ে যেতে বলা হল৷ আমি তখন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে বলি৷ আমাকেই ওরা গাড়ির ব্যবস্থা করে নিতে বলল৷’

[এবার শত্রু নিধনে সম্মুখ সমরে সেনার মহিলা জওয়ানরাও]

হাসপাতালে বেসরকারি শববাহী গাড়ির ব্যবস্থা ছিল ঠিকই৷ কিন্তু সেই গাড়িতে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে ফিরবেন, এমন আর্থিক সামর্থ্য ছিল না শংকর শাহের৷ তবুও তিনি চেষ্টা করেছিলেন৷ কিন্তু গাড়ি চালক দেড় হাজার টাকা দাবি করায় আর কথা বাড়াননি শংকর৷ শেষমেশ ছেলের বাইকে চেপে স্ত্রীর মৃতদেহ নিয়ে গ্রামে ফেরেন তিনি৷

[উচ্ছেদ অভিযান রুখতে আধিকারিকদের দিকে মোষ লেলিয়ে দিল দখলদাররা]

ঘটনার সত্যতা অবশ্য স্বীকার করে নিয়েছে পূর্ণিয়া জেলা হাসপাতাল কর্তৃপক্ষ৷ হাসপাতালের চিকিৎসক এম এম ওয়াসিম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ হাসপাতালে এখন একটাই শববাহী গাড়ি আছে৷ কিন্তু সেটি খারাপ৷ তাই মৃতের পরিবারকে আমরা গাড়ির ব্যবস্থা করে নিতে বলেছিলাম৷’ এদিকে, এই ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন পূর্ণিয়ার জেলাশাসক পঙ্কজ কুমার পাল৷

The post হাসপাতালে নেই শববাহী গাড়ি, এইভাবেই স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement