shono
Advertisement

Breaking News

নাজিব, রোহিত ভাল আছ?

জানতে চায় কেউ, কেমন আছেন তাঁদের পরিবারের সদস্যরা? The post নাজিব, রোহিত ভাল আছ? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:57 PM Nov 03, 2016Updated: 02:08 PM Nov 04, 2016

ছাত্রমৃত্যু, ছাত্রের নিখোঁজ হয়ে যাওয়া এ নিয়ে অনবরত চলছে রাজনীতি৷ তৈরি হয়েছে ইস্যু৷ কিন্তু দিনের শেষে এদের কথা মনে রাখেন কেউ? জানতে চায় কেউ, কেমন আছেন তাঁদের পরিবারের সদস্যরা? উত্তর খুঁজলেন উর্মি খাসনবিশ৷

Advertisement

সময়টা জানুয়ারি! বছরের গোড়াতেই ঘটনাটা ঘটল৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষণারত ছাত্র রোহিত ভেমুলা আত্মহত্যা করলেন৷ শেষ চিঠিতে লেখা ছিল তিনি যে ‘শূন্যতা’ জীবনে অনুভব করেছেন, তা আগে কখনও অনুভব করেননি৷ আর এই মনের অবস্থা নিয়ে বেঁচে থাকা তাঁর পক্ষে সম্ভব হয়নি৷ আর তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন রোহিত৷ এরপর তাঁর মৃত্যুকে ঘিরে বহু রাজনৈতিক ঝড়ঝাপটার সাক্ষী থেকেছে গোটা দেশ৷ রোহিতের মৃত্যুকে কেন্দ্র করে হয়েছে বহু আন্দোলন৷ কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন বহু ছাত্র-ছাত্রী৷ রোহিতের মৃত্যু বৃথা যাবে না, এমন কথাও বলা হয়েছিল বহু ছাত্র সংগঠনের পক্ষ থেকে৷ কিন্তু এরপর সময় গড়িয়ে গিয়েছে আপন তালে৷ সংবাদপত্র, খবরের চ্যানেল এবং ওয়েবসাইটগুলিতে রোহিতের মৃত্যুর খবরের গুরুত্ব কমতে কমতে এক সময় হারিয়ে গেলেন রোহিত ভেমুলা৷ আমরাও ভুলে গেলাম রোহিতকে৷ রোহিতের বদলে মনে রয়ে গেল এমন কয়েকজন ব্যক্তিত্ব, যাঁরা হয়ে উঠলেন আন্দোলেনর মুখ৷ মিডিয়ায় বাইট এবং ফেসবুকের স্টেটাসের হাত ধরে তাঁরা হয়ে উঠলেন আগামী প্রজন্মের আইকন৷ আর রোহিত? রোহিতের পরিবার? তাঁদের খোঁজ নেওয়া এখন আর তেমন জরুরি কি?

কেমন আছেন রোহিতের পরিবার? তাঁরা দু’বেলা ভাল করে খেতে পান? রোহিতের মা’র শরীর ঠিক আছে? আমরা জানিনা৷ আর সত্যি কথা বলতে কী আমরা জানতেও হয়তো চাইনা৷

সাম্প্রতিক সময়ের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের কথাই ভাবুন৷ গত ১৫ অক্টোবর থেকে নিখোঁজ তিনি৷ বেশ কিছু বাম ছাত্র সংগঠনের দাবি, গত ১৪ অক্টোবর নাজিবের সঙ্গে নাকি এবিভিপি’র ছাত্রদের বচসা বেধেছিল৷ তাঁরা নকি নাজিবকে হুমকি দিয়েছিলেন৷ আর ঠিক তার পর দিন থেকেই গায়েব নাজিব৷ আর নাজিবের নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনীতি৷ একদিকে আম আদমি পার্টি বিজেপির দিকে দোষারোপ করছে আর অন্যদিকে বিজেপি’র তরফ থেকে নাজিবকে খুঁজে বের করার আশ্বাস দেওয়া হচ্ছে৷ আর এরই মধ্যে জেএনইউ ক্যাম্পাসে শুরু হয়েছে আন্দোলন৷ যদিও নাজিব বিশেষ তেমন মিডিয়ার অ্যাটেনশন পেতে ব্যর্থ হয়েছেন৷ একে তো তাঁর পদবি আহমেদ৷ আর দ্বিতীয়ত তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ খুব স্বাভাবিকভাবেই একটা দেশবিরোধী গন্ধ পাওয়ার সম্ভাবনা উপেক্ষা করছেন না কেউই৷ আর তাই হয়তো নাজিবকে আর যাই হোক সোজা সরল নিখোঁজ ছাত্রর চোখে দেখছেন না কেউই! তাই বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আন্দোলন হলেও কোথায় যেন হারিয়ে যাচ্ছেন নাজিব আহমেদ৷ নাজিবের রাজনৈতিক ভাবনাচিন্তা কী? নাজিব কোন জাতির বা নাজিব কেন বিজেপি বিরোধী তা নিয়ে প্রশ্ন করার ইচ্ছে এই মুহূর্তে নেই৷ কেবল হারিয়ে যাওয়া ছেলের পোস্টার হাতে কাঁদতে থাকা এক মায়ের মুখ দেখে বেশ কিছুক্ষণ কথা বলতে পারিনি৷ নাজিবকে খুঁজে পাওয়া যাবে কিনা, নাজিব আদৌ বেঁচে আছেন কিনা এই বিষয়গুলি সম্পর্কে সাময়িকভাবে সচেতনতা রয়েছে মানুষের৷ কিন্তু সেটা কতদিন? আর কিছুদিন পরেই হয়তো রোহিতের মতো নাজিবও হারিয়ে যাবে৷

রাজনৈতিক সচেতন মানুষের মনে হতে পারে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অতিরিক্ত মাত্রায় রাজনীতি করলে এমন ফলই ভুগতে হবে৷ কিংবা মনে হতে পারে দেশবিরোধী তকমাযুক্ত জেএনইউ-এর ছাত্র পেয়ে গিয়েছেন উচিতশিক্ষা৷ কিন্তু নাজিব কারও বাড়ির ছেলে৷ কারও ভাই, কারও বন্ধু৷ তাঁর হারিয়ে যাওয়া কিংবা ফিরে আসা হয়তো ক্ষণিকের টিআরপি বাড়াতে পারে, হয়তো নতুন গুটিকয়েক ছাত্রনেতার জন্ম দিতে পারে এবং রাজনৈতিক কোন্দল বাড়িয়ে তুলতে পারে৷ কিন্তু তাঁর অনুপস্থিতি তাঁর পরিবারে যে চিরন্তন প্রভাব ফেলবে সেকথা হয়ত মনে রাখব না আমরা৷ ঠিক যেমন করে ভুলে গিয়েছি রোহিত ভেমুলার পরিবারকে! তেমন করেই৷

তাই যে কোনও বিষয় নিয়ে ইস্যু তৈরি করার আগে মনে হয় আর একটু তলিয়ে ভাবা উচিত প্রত্যেকের৷ রাজনীতি করার ক্ষেত্রেও ভাবনায় শান দেওয়া উচিত৷ কেবল নিজের কথা ভেবে নয়৷ নিজের পরিবারের মানুষগুলোর কথা ভেবেও একটু বিবেচনা করা উচিত বিষয়গুলি সম্পর্কে৷ কারণ নিজেদের ফায়দা বুঝে বাকি সবাই সরে যাবে একে একে৷ কেবল পরিবারগুলিতেই থেকে যাবে হাহাকার! তাঁরাই কেবল প্রশ্ন করবে ‘রোহিত, নাজিব ভাল আছ?’

The post নাজিব, রোহিত ভাল আছ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement