সুব্রত বিশ্বাস: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি। প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান যাত্রী। তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ কর্মী।
প্রকাশ্যে এসেছে ১৪ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সবেমাত্র স্টেশন ছেড়ে ধীর গতিতে চলতে শুরু করেছে আপ বর্ধমান লোকাল। সে সময় ধূসর রঙের শার্ট পরা এক যাত্রী ছুটে এসে ট্রেনের কামরায় উঠতে চেষ্টা করছেন। চলন্ত ট্রেনের কামরায় দৌড়ে উঠতে গিয়ে ঘটল বিপত্তি। পা পিছলে ট্রেনের কামরা এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে গেলেন ওই যাত্রী। তবে আরপিএফের হেড কনস্টেবলের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি।
[আরও পড়ুন: বিতর্কের আবহেই সমাবর্তন যাদবপুরে, উপাচার্যের উপস্থিতিতেও সার্টিফিকেট দিলেন প্রো ভিসি]
রবিবার হাওড়া স্টেশনের (Howrah Station) এই ঘটনার গোটাটাই সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। সূত্রের খবর, রবিবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৬ নম্বর প্ল্যাটফর্মে ওই বিপত্তি ঘটে। দুপুর ১২.০৮ মিনিট নাগাদ বর্ধমান লোকাল ছাড়ার সময় দৌড়ে এসে ট্রেনে উঠতে যান ওই যাত্রী। তবে শেষ মুহূর্তে দেহের ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। সে সময় প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন আরপিএফের হাবিলদার এসকে ভারতী। ওই যাত্রীকে পড়ে যেতে দেখে ছুটে আসেন তিনি। এর পর প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে টেনে তুলে আনেন প্ল্যাটফর্মে। প্রাণে বাঁচেন যাত্রী।
পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব বলেন, বাহিনীতে জীবন সুরক্ষা প্রকল্প রয়েছে। মাসে গড়ে পাঁচ থেকে আটটি এমন যাত্রীদের রক্ষা করে পূর্ব রেলের আরপিএফ। তৎপরতার জন্য কর্মীদের পুরস্কৃত করা হয়। ভারতীকেও করা হবে বলে তিনি জানান।