shono
Advertisement

শিক্ষকদের জন্য অনলাইন কোর্স চালু করছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক

কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে৷ The post শিক্ষকদের জন্য অনলাইন কোর্স চালু করছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:03 PM May 05, 2018Updated: 05:18 PM May 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চ শিক্ষায় গতি আনতে এবার অনলাইন কোর্স চালু করতে চলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ উচ্চ শিক্ষার পাশাপাশি, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য অনলাইন রিফ্রেশার্স কোর্স চালু করতে চলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এই প্রশিক্ষণ ব্যবস্থা চালু করার জেরে দেশ জুড়ে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত ১৫ লক্ষ শিক্ষক-শিক্ষিকা উপকৃত হবেন৷ শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা চালু করার দরুন উপকৃত হবে দেশের কয়েক লক্ষ পড়ুয়া৷

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ দেশের ৭৫টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় রিসোর্স সেন্টার হিসাবে স্বীকৃতি দিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ খবরে প্রকাশ, উচ্চ শিক্ষার জন্য প্রথম দফায় এই প্রতিষ্ঠানগুলি অনলাইন প্রশিক্ষণের বিষয়ভিত্তিক পাঠ্যক্রম তৈরি করবে৷ এই বিষয়ভিত্তিক পাঠ্যক্রম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপর৷ রয়েছে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও৷ প্রথম ধাপে বেশ কয়েকটি বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই উদ্যোগে সব কর্মরত শিক্ষকই অংশ নিতে পারবেন৷ তার মধ্যে কলকাতা গণিত ও পরিসংখ্যানের পাঠ্যক্রম তৈরি করবে৷ প্রতিটি প্রতিষ্ঠানকে চলতি বছরের ১৫ জুনের মধ্যে মডিউল তৈরি করতে হবে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷

এর আগেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ই-ক্লাসের নেওয়ার ব্যবস্থাও চালু করে কেন্দ্র৷ কিন্তু, পরিকাঠামোর অভাবে তা মুখ থুবড়ে পড়ে৷ ডিজিটাল ইন্ডিয়ার ছোঁয়া ক্লাসরুমের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা হলেও তা কিছু দিনের মধ্যেই ব্যর্থ হয়৷ নতুন করে অনলাইনে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও যে কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে৷

The post শিক্ষকদের জন্য অনলাইন কোর্স চালু করছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement