shono
Advertisement

Breaking News

মহারানির গোঁসা! রাজস্থানে ভোটের মুখে অবসরের ইঙ্গিত বসুন্ধরার

ছেলেকে এগিয়ে দিতেই কি পিছিয়ে আসছেন বসুন্ধরা?
Posted: 04:57 PM Nov 04, 2023Updated: 04:57 PM Nov 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী রাজস্থানে (Rajasthan) বসুন্ধরা রাজের (Vasundhara Raje) মুখে ‘সন্ন্যাসে’র সুর। এমনিতে রাজেকে নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। কোনওভাবেই তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবা হচ্ছে না এবার। এই নিয়ে গোষ্ঠী কোন্দলের আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে বিজেপির (BJP) গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বর্ষীয়ান নেত্রী। এই অবস্থায় ঝোলোয়ারে একটি সভায় ছেলে দুশ্যন্ত সিংয়ের উপস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বসুন্ধরা। তিনি বলেন, “মনে হচ্ছে, আমি এখন অবসর নিতে পারি।”

Advertisement

বসুন্ধরার ছেলে দুশ্যন্ত ঝালোয়ারের সাংসদ। সেখানে দলীয় সভায় ছেলের বক্তব্যের পর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “ছেলের বক্তব্য শোনার পর মনে হচ্ছে, আমি এবার অবসর নিতে পারি। আপনারা ওকে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তুলেছেন। আমার সাহায্যের প্রয়োজন নেই।” বসুন্ধরা আরও বলেন, “সমস্ত বিধায়ক এখানে উপস্থিত রয়েছেন। আমি মনে করি তাঁদের উপর নজরদারিরও প্রয়োজন নেই, তাঁরা নিজেরাই মানুষের জন্য কাজ করবেন। এটাই আমাদের ঝালোয়ার।”

[আরও পড়ুন: মুকেশ আম্বানিকে খুনের হুমকি! তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ]

ঝালোয়ারে উন্নয়নের ঢালাও প্রশংসা করেন বসুন্ধরা। দাবি করেন, গত তিন দশকে রাস্তা, জল, বিমান এবং রেলপথে পরিবহণে ব্যাপক বদল এসেছে। এখানে বিনিয়োগে আগ্রহী শিল্পপতিরা। দলের একাংশের গলার কাঁটা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনতার দরবারে গেরুয়া শিবিরের হয়ে বার্তা দেন। তাঁর কথায়, জনতা বিজেপির পাশে থাকলে সব ক্ষেত্রে দেশের এক নম্বর রাজ্য হয়ে উঠবে রাজস্থান। পাশাপাশি বেকারত্ব এবং সরকারি নিয়োগের পরীক্ষায় দুর্নীতির প্রশ্নে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

[আরও পড়ুন: তাজমহল শাহজাহান নাকি মান সিংয়ের? ASI-কে জানতে বলল দিল্লি হাই কোর্ট]

উল্লেখ্য, ছেলের গুণ গেয়ে অবসরের কথা বললেও আগামী বিধানসভা ভোটেও প্রার্থী হচ্ছেন বসুন্ধরা। ঝালোয়ার বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে শনিবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০ আসনের রাজস্থান বিধানসভার নির্বাচন আগামী ২৫ নভেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement