সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগ শেষ। চ্যাম্পিয়ন ভারতের ‘লেস্টার সিটি’ আইজল এফসি। যার জন্য গোটা পাহাড় জুড়ে এখন উৎসবের আবহ। আর এই জয়ের নায়ক হিসেবে অবশ্যই করতে হবে আইজল কোচ খালিদ জামিলের নাম। মহীন্দ্রার হয়ে খেলোয়াড় হিসেবে জাতীয় লিগ জেতার পর এবার কোচ হিসেবেও ভারতের সেরা ট্রফিটি জিতলেন খালিদ। মঙ্গলবার আই লিগের সেরা খেলোয়াড় এবং কোচের নাম ঘোষণা করল এআইএফএফ।
[নির্যাতিতাকেই নগ্ন করে নিগ্রহ করল পুলিশ, আদালতের দ্বারস্থ বাবা]
দশ দলের খেলোয়াড় এবং কোচেদের ভোটে এবারের আই লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় ফুটবল দল ও বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রী। টুর্নামেন্টে মোট সাত গোল করে গোলদাতাদের তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি। তবে এবারের টুর্নামেন্টে গতবারের বিজয়ী সুনীলের দল প্রথম তিনে অবশ্য থাকতে পারেনি। এআইএফএফের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে ‘হিরো অফ দ্য লিগ’ হিসেবে সুনীলের নাম ঘোষণা করা হয়। এদিকে, আই লিগের সেরা কোচের দৌড়ে সবাইকে পিছনে ফেলে নির্বাচিত হয়েছেন আইজলের কোচ খালিদ জামিল। তিনি ‘সৈয়দ আবদুল রহিম বেস্ট কোচ অ্যাওয়ার্ড’ পাবেন।
[‘দেশে পূর্ণ সময়ের প্রতিরক্ষা মন্ত্রীই নেই তো স্ট্র্যাটেজি থাকবে কী করে?’]
অন্যদিকে, মাত্র এক পয়েন্টের জন্য এবার ট্রফি হাতছাড়া হয়েছে মোহনবাগানের। তবে সবুজ-মেরুন শিবিরের জন্য সুখবর। সেরা গোলকিপার এবং সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন দেবজিৎ মজুমদার ও আনাস। গোটা টুর্নামেন্টেই বাগানের এই দুই খেলোয়াড় দুর্দান্ত খেলেছেন। আটটি ‘ক্লিনশিট’ পাওয়া দেবজিৎ বহু ম্যাচেই দলের পতন রোধ করেছেন। পাশাপাশি ডিফেন্সে ভরসা জুগিয়েছেন আনাস। তিনি পাবেন ‘জার্নাল সিং বেস্ট ডিফেন্ডার’ পুরস্কারটি।
[বাংলাদেশে গ্রেপ্তার আনসারউল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা]
এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের তালিকা:
- হিরো অফ দ্য লিগ বা সেরা খেলোয়াড়: সুনীল ছেত্রী (বেঙ্গালুরু এফসি)।
- সৈয়দ আবদুল রহিম বেস্ট কোচ বা সেরা কোচ: খালিদ জামিল (আইজল এফসি)।
- সেরা গোলকিপার: দেবজিৎ মজুমদার(মোহনবাগান)।
- ‘জার্নাল সিং বেস্ট ডিফেন্ডার’ বা সেরা ডিফেন্ডার: আনাস এদাথোডিকা (মোহনবাগান)।
- সেরা মিডফিল্ডার: অ্যালফ্রেড কেমাহ জারইয়ান (আইজল এফসি)।
- সেরা স্ট্রাইকার: আসের পিয়েরেক দিপান্দা ডিকা (লাজং এফসি)।
- বেস্ট ইমার্জিং প্লেয়ার বা সেরা উঠতি তারকা: জেরি লালরিনজুয়ালা (ডিএসকে শিবাজিয়ান্স)।
- ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চার্চিল ব্রাদার্স।
- সেরা সংগঠক: ডিএসকে শিবাজিয়ান্স এবং বেঙ্গালুরু এফসি।
The post সেরা কোচ খালিদ জামিল, হিরো অফ দ্য আই লিগ সুনীল appeared first on Sangbad Pratidin.