সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ মহিলা বিশ্বকাপের (Women’s World Cup 2022) সুচি ঘোষণা করল আইসিসি। নিউজিল্যান্ডে আয়োজিত হতে চলে এই মেগা টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০২২ সালের ৪ মার্চ। ৩ এপ্রিল শেষ হবে টুর্নামেন্ট। ভারত নিজেদের অভিযান শুরু করবে ৬ মার্চ অপেক্ষাকৃত দুর্বল কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে।
পুরনো ক্রীড়াসূচি অনুযায়ী আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করার কথা ছিল আইসিসির (ICC)। কিন্তু করোনার কারণে আর পাঁচটা মেগা টুর্নামেন্টের মতো এটিও পিছিয়ে দিতে হয়। এবছরের শেষে যেহেতু পুরুষদের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা, তাই মহিলাদের এই টুর্নামেন্টটি গোটা এক বছর পিছিয়ে দেওয়া হয়। ঠিক হয়েছে ২০২২ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের মোট ৬টি শহরে ম্যাচগুলি আয়োজিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক নিউজিল্যান্ড (New Zealand) খেলবে একটি কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে। মোট ৩১টি ম্যাচ হবে আইসিসির এই মেগা ইভেন্টে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল আয়োজিত হবে ফাইনাল। দুই সেমিফাইনাল আয়োজিত হবে ৩০ এবং ৩১ মার্চ।
[আরও পড়ুন: গোলাপি বলের টেস্টে টিম ইন্ডিয়ার ঘুম ওড়াতে পারেন তিন অজি ক্রিকেটার, মত শচীনের]
ভারত নিজেদের অভিযান শুরু করছে ৬ মার্চ দুর্বল কোয়ালিফায়ারের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচেই অবশ্য আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। দু’দিন বাদে ১২ মার্চ আরেক কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে খেলবেন মিতালি রাজরা (Mithali Raj)। ১৬ মার্চ খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯ মার্চ ভারতের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ২২ মার্চ ফের একটি কোয়ালিফায়ার দলের মুখোমুখি হবে ওমেন-ইন-ব্লু। লিগের শেষ ম্যাচে ২৭ মার্চ ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ভারতের অধিনায়ক মিতালি রাজ আশাবাদী এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ভাল ফল করবে। তিনি বলছেন,”গত ৩-৪ বছরে কয়েকটা টুর্নামেন্টে আমরা ভাল খেলেছি। সেটা ওয়ানডে হোক বা টি-২০। যদি আমরা এই টুর্নামেন্ট জিততে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের মেয়েদের জন্য সেটা বিরাট বড় অনুপ্রেরণা হবে।”