সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরমশালাতেও নবীন উল হকের উদ্দেশে ভেসে এসেছিল কোহলি-কোহলি ধ্বনি। অরুণ জেটলি স্টেডিয়াম আবার বিরাট কোহলির ঘরের মাঠ। সেখানে যে নবীন উল হককে কটাক্ষ হজম করতে হবে, তা জানাই ছিল। নবীন উল হককে ব্যাট করতে নামতে দেখে গ্যালারি থেকে ভেসে এল কোহলি-কোহলি ধ্বনি। তিনি যখন স্ট্রাইক নিচ্ছিলেন, তখনও আকাশ বাতাস বিদীর্ণ করে কোহলি-কোহলি ধ্বনি উঠেছিল। ক্যামেরা বারংবার ধরছিল বিরাট কোহলিকে। কোহলি অবশ্য এদিন কোনও প্রতিক্রিয়া দেখাননি নবীনকে।
বুধবারের ভারত-আফগানিস্তান ম্যাচের আগেই এই দুই তারকার লড়াইকে ঘিরে আলোড়িত হয়েছিল সোশাল মিডিয়া। নবীন উল হকের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মজাদার সোশাল মিডিয়া পোস্ট করে বসে। এদিন লখনউ ফ্র্যাঞ্চাইজি এক্স হ্যান্ডেলে একটি আমের ছবি পোস্ট করেছে। তাঁর সঙ্গে আবার মজার ক্যাপশন, “আজ আম খাওয়া ঠিক নয়।” সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়।
[আরও পড়ুন: বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল]
নবীন উল হক এবং বিরাট কোহলি, দুই ক্রিকেটারের নাম গুগল সার্চ ইঞ্জিনে টাইপ করলেই বেরিয়ে আসে আইপিএলের (IPL) সেই তিক্ত অভিজ্ঞতার খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও লখনউ সুপারজায়ান্টস ম্যাচে কোহলি ও নবীনের মধ্যে ঝামেলা সপ্তমে চড়ে। পরে আসরে নামেন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। সেই ঘটনার জল গড়ায় বহুদূর।
মাঠের মধ্যেই তরুণ আফগান বোলারকে জুতো দেখানোর অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন নবীন। তার জের এখনও চলছে। বিশ্বকাপে নবীনকে দেখলেই উঠছে কোহলি-কোহলি ধ্বনি।