shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: ইডেন ম্যাচের আগে দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া

দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা।
Posted: 09:22 AM Nov 04, 2023Updated: 12:08 PM Nov 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) মহারণ। তার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে চোটের জন্য ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। নির্দিষ্ট সময়ের মধ্যে গোড়ালির চোট সারেনি ভারতীয় অলরাউন্ডারের। ফলে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন পাণ্ডিয়া। তাঁর পরিবর্তে দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা। 
গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক। তার পর নিউজিল্যান্ড ম্যাচেও খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল, সেরকম গুরুতর আঘাত পাননি হার্দিক। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। সেই চোট সারতেই সাধারণত দুই সপ্তাহ সময় লেগে যায়।  এনসিএ-তে ছিলেন পাণ্ডিয়া। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর চোট না সারায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। 

Advertisement

 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘বিরাট’ মহারণের আগে শহরের বিখ্যাত জাপানি রেস্তরাঁয় দক্ষিণ আফ্রিকা]

 

এদিকে ভারত দুদ্দাড়িয়ে এগোচ্ছে চলতি বিশ্বকাপে। টানা সাতটি ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। মুম্বইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কলকাতায় পা রেখেছে রোহিতের ভারত। রবিবার টুর্নামেন্টের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। রবিবারের ম্যাচ অন্য একটা কারণেও উল্লেখযোগ্য। শচীন তেণ্ডুলকরের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কি ছুঁতে পারবেন বিরাট কোহলি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। কিন্তুএই আবহেই হার্দিক পাণ্ডিয়ার মতো অলরাউন্ডারের চোট চিন্তা বাড়িয়ে দিল ভারতীয় শিবিরে। হার্দিকের পরিবর্তে স্কোয়াডে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু হার্দিকের শূন্যস্থান কি পূরণ করা সম্ভব হবে?  

 

[আরও পড়ুন: সাতে সাত করেও দক্ষিণ আফ্রিকাকে বিশেষ গুরুত্ব, শহরে নেমেই পিচ দেখতে ইডেনে রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement