সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। তার আগে শুক্রবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর পুরষ্কার মূল্য ঘোষণা করল আইসিসি (ICC)। ১০ দলের বিশ্বকাপে বিপুল এবার লক্ষ্মীলাভের হাতছানি।
আগামী ১৯ নভেম্বর কাপ যুদ্ধের মেগা ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ফাইনাল। সেই রাতে নতুন বিশ্বজয়ী দল পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার। ভারত (Team India), পাকিস্তান (Pakistan), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), শ্রীলঙ্কা (Sri Lanka), দক্ষিণ আফ্রিকা (South Africa), বাংলাদেশ (Bangladesh) ও আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে এবার কাপ যুদ্ধে অংশ নেবে নেদারল্যান্ডস (Netherlands)।
[আরও পড়ুন: কোন মন্ত্রে নিলেন পাঁচ উইকেট? ধারাভাষ্যকারকে খোঁচা দিয়ে জানালেন ‘সহেসপুর এক্সপ্রেস’]
এবারের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ১০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালের বিশ্বকাপের প্রাইজ মানির সঙ্গে এবারের প্রাইজ মানির কোনও পার্থক্য নেই। বিশ্বকাপ জয়ী দল ৪০ লক্ষ মার্কিন ডলার পাওয়ার সঙ্গে, ফাইনালে রানার্স-আপ দলের ঝুলিতে আসবে পাবে, ২০ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে যে দুটি দল পরাজিত পাবে ৮ লক্ষ মার্কিন ডলার করে।
এদিকে গ্রুপ পর্বের থেকে যে ৬টি দল বিদায় নেবে তাদের প্রত্যেকে পাবে ১ লক্ষ মার্কিন ডলার করে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলের জন্যও থাকছে পুরস্কার। প্রতিটি ম্যাচে জয়ী দলকে দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার করে।
ফলে গ্রুপ পর্বের মোট ৪৫টি ম্যাচের বিজয়ী দলের মোট পুরস্কারমূল্য ১৮ লক্ষ মার্কিন ডলার। বিশ্বকাপের খেলাগুলি হবে ভারতের ১০টি শহরে। গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার প্রথম চারটি দল শেষ চারের টিকিট পাবে।