shono
Advertisement

Breaking News

Virender Sehwag: টিম ইন্ডিয়া নয়, জার্সিতে লেখা হোক ‘ভারত’, বিসিসিআই-এর কাছে দাবি করলেন বীরু

শেহওয়াগের দাবি মেনে নেওয়া হবে?
Posted: 07:39 PM Sep 05, 2023Updated: 08:19 PM Sep 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআই-এর (BCCI) কাছে এক অদ্ভুত দাবি জানালেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। ‘নজফগড়ের নবাব’-এর দাবি আসন্ন বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরদের (Virat Kohli) জার্সিতে যেন ‘টিম ইন্ডিয়া’ (Team India) নয়, ‘ভারত’ (BHARAT) লেখা থাকে। বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) কাছে এমনই দাবি করলেন বীরু।

Advertisement

টুইটারে শেহওয়াগ লিখেছেন, ‘আমি সবসময় একটাই কথা মনে করি যে ভারতীয় ক্রিকেট দলের নাম এমন হওয়া উচিত যা আমাদের হৃদয়কে গর্বিত করে। আমরা ভারতীয় এবং ইন্ডিয়া নামটা ইংরেজরা দিয়েছিল। সেকারণে এই টিম ইন্ডিয়া নামটা এখনই বদলে ফেলা উচিত।’ এই টুইটে সেহওয়াগ জয় শাহকে ট্যাগ করে দাবি করেছেন, আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে রোহিত ব্রিগেডের বুকের উপর ‘ভারত’ নামটা যেন লেখা থাকে।

[আরও পড়ুন: ‘শচীন দারুণ, তবে দ্রাবিড় বল রিড করতে পারেনি’ বায়োপিকের প্রচারে বিস্ফোরক মুথাইয়া মুরলীধরন]

মঙ্গলবার সকাল থেকেই একটি খবর সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে, দেশের আনুষ্ঠানিক নাম বদলে খুব শীঘ্রই ভারত করে দেওয়া হবে। এই খবরের প্রেক্ষাপটেই বীরু এই টুইট করেছেন। এমনকী, ইংরাজিতেও দেশের নাম ‘ভারত’-ই লেখা হবে। নেপালের বিরুদ্ধে ম্যাচের সময়ও INDIA vs NEPAL-এর পরিবর্তে BHARAT vs NEPAL হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন।

এই প্রসঙ্গে বীরু নেদারল্যান্ডসের উদাহরণ টেনে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস দল হল্যান্ড নামেই খেলতে এসেছিল। কিন্তু, ২০০৩ সালে তারা নেদারল্যান্ডস নামে খেলেছিল। আজও তাঁদের সেই নামেই ডাকা হয়। বার্মাও নিজেদের নাম বদল করে মায়ানমার রেখেছে। বিশ্বে এমন বহু দেশ রয়েছেন যারা নিজেদের আসল নামটাই শেষপর্যন্ত বেছে নিয়েছে। ভারতেরও সেই পথেই হাঁটা উচিত।’

‘ইন্ডিয়া’ না ‘ভারত’, কোন নামে শেষ পর্যন্ত সিলমোহর পড়বে। সেটা জানা যাবে আগামী কয়েক দিনের মধ্যেই। কিন্তু ততদিন পর্যন্ত এই ইস্যু নিয়ে দেশের সবদিক সরগরম থাকবে। সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

[আরও পড়ুন: ‘সুপার ফ্যান’ অমিতাভকে বিশেষ সম্মান দিল জয়ের বিসিসিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement