shono
Advertisement

ICC ODI World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য করলেও, ‘বিরাটই সর্বকালের সেরা চেজ মাস্টার’, অকপটে জানালেন জো রুট

খালি হাতে ফিরলেন 'চেজ মাস্টার' বিরাট।
Posted: 02:46 PM Oct 29, 2023Updated: 04:22 PM Oct 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে দুই মহাতারকার ডুয়েল আগেও দেখা গিয়েছে। চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) আরও একবার বিরাট কোহলি (Virat Kohli) ও জো রুটের (Joe Root) ডুয়েল দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট দুনিয়া। তবে সেটা আর হল না। কারণ লখনউয়ের একানা স্টেডিয়ামে ডেভিড উইলির (David Willey) বলে বেন স্টোকসের (Ben Stokes) হাতে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেছেন বিরাট।  

Advertisement

তবে তাতে কি! চলতি কাপ যুদ্ধে আবার বিরাটের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে ‘কিং কোহলি’ (King Kohli) ৬ ম্যাচে ৩৫৪ রান করে ফেলেছিলেন। সর্বোচ্চ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ১০৩। গড় ৮৮.৫০। ৮৮.৫০ স্ট্রাইক রেট নিয়ে সঙ্গে রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধ শতরান। সেখানে রুটের ব্যাটে রানের খরা। এমন প্রেক্ষাপটে টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে সর্বকালের সেরা চেজ মাস্টার বলে দাবি করলেন ইংল্যান্ডের (England) প্রাক্তন অধিনায়ক।

রুট বলছেন, “আমার মতে বিরাট সম্ভবত বিশ্বের সর্বকালের সেরা চেজ মাস্টার। দুর্দান্ত ব্যাটিং ওর। দুর্দান্ত ফর্মে রয়েছে বিরাট। ও অসাধারণ রেকর্ডের মালিক। রান চেজ করতে গিয়ে আগ্রাসী মেজাজে ব্যাট করা মুখের কথা নয়। তবে বছরের পর বছর ধরে বিরাট সেই কাজটা করে যাচ্ছে। এতেই বোঝা যায় ও কত বড় মাপের চ্যাম্পিয়ন।”

[আরও পড়ুন: প্রয়াত বিষেণ সিং বেদীকে বিশেষ শ্রদ্ধা, কালো ব্যান্ড পরে মাঠে ভারতীয় দল]

ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড ও স্পিনার আদিল রাশিদের বলে কিছুটা সমস্যায় পড়েছেন বিরাট। নিজে তাই সেই চ্যালেঞ্জ নিতে তৈরি থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট বলছেন, “মার্ক উডকে আমি বেশ কয়েকবার খেলেছি। দুর্দান্ত একজন বোলার। ব্যাটারদের চাপে ফেলতে পারে ও। আমাকেও বেশ কয়েক বার সমস্যায় ফেলেছে ও। তবে আমি সেই চ্যালেঞ্জ নিতে ফের তৈরি। এছাড়া আদিল রাশিদও রয়েছেন। তিনিও বেশ আলোচনার মধ্যে থাকেন না। তবে ওকে খেলাও বেশ কঠিন। অনেকবার সমস্যায় ফেলেছে।”

১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। এহেন বিরাটের আর কিছুই প্রমাণ করার নেই। তবুও নিজের সুনাম বজায় রাখতে এখনও প্রতিদিন পারফর্ম করছেন। নিজেকে ‘চেজ মাস্টার’ হিসাবে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন। তবে এখনও তাঁর খিদে মিটে যায়নি।

এখনও পর্যন্ত ২৮৭টি একদিনের ম্যাচে তাঁর রান ১৩৪৩৭। সর্বাধিক পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩। গড় ৫৭.৯১। স্ট্রাইক রেট ৯৩.৬৩। ৪৮টি শতরানের সঙ্গে রয়েছে ৬৯টি অর্ধ শতরান। কিন্তু ‘চেজ মাস্টার’ হিসাবে তাঁর পারফরম্যান্স অন্য পর্যায়ের। চেজ করতে নেমে ১৫৯টি ম্যাচে তাঁর রান ৭৭৯৪। সর্বাধিক পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩। গড় ৬৫.৪৯। স্ট্রাইক রেট ৯৩.৬৪। ২৭টি শতরানের সঙ্গে রয়েছে ৩৪টি অর্ধ শতরান। ছন্দে থাকা বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও, ইতিমধ্যেই কাপ যুদ্ধের সূচনা করে দিয়েছেন। এবার তাঁর শুধু এগিয়ে যাওয়ার পালা।

[আরও পড়ুন: ইংল্যান্ড ম্যাচের আগে সুখবর, ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়লেন হার্দিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement