সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ১৪ অক্টোবর, শনিবারের আহমেদাবাদে মহারণ। ভারতের সামনে পাকিস্তান। আর আজকের এই খেলার ভবিষ্যদ্বাণী করছেন সংখ্যাতত্ত্ববিদ তথা বাংলার নস্ত্রাদামুস নামে পরিচিত প্রীতম দাস ওরফে প্রিন্স। এর আগে বিশ্বকাপ ফুটবলের সময়ে একাধিক ভবিষ্যদ্বাণী করেছিলেন।
তাঁর মতে, সংখ্যাতত্ব অনুযায়ী, মুলাঙ্ক – ৫ ও ভাগ্যাঙ্ক – ৪। আজকের জন্য শুভ সংখ্যাগুলি হল যথাক্রমে — ২ , ৪ , ৫ , ৮ । আবার, অন্যদিকে অশুভ সংখ্যা হচ্ছে – ১ , ৭ , ৯। তুল্য মূল্য বিচারে দেখা যাচ্ছে, ভারত শক্তিশালী দল হলেও, আজ একটু সতর্কতার সঙ্গে খেলা উচিত। কারণ, আজ অশুভ সংখ্যার প্রভাব তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে ভারতীয় দলের উপর।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘একা শাহিন কিছু করতে পারবে না’, ভারত-পাক মহারণের আগে বলছেন মুরলী]
তাই আজকের ম্যাচে অঘটন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত সতর্ক হয়ে না খেললে, এদিনের ম্যাচ পাকিস্তানের পক্ষে চলে যেতেও পারে। তাই সাধারণ ভাবে বলতে গেলে, এদিনের ম্যাচ জেতার সম্ভাবনা ভারতের থেকে পাকিস্তানেরই বেশি। এটি ভবিষ্যদ্বাণী মাত্র অর্থাৎ প্রগ্নসিস মেথড, যা শুধু মাত্র সম্ভাবনাকেই সূচিত করে।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023:‘জিততে হলে বিরাটকে থামাও বাবর’, উত্তরসূরিকে বার্তা প্রাক্তন পাক অধিনায়ক শোয়েবের]