সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। কানাডাকে হারালেও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশে বাবর আজমদের উপরে ক্ষুব্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্প্রচারকারী চ্যানেলে ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটারও বাবর আজমদের (Babar Azam) একহাত নিয়েছেন।
দলের ভিতরে অন্তর্ঘাত রয়েছে এমন বিস্ফোরক অভিযোগও করেছেন আক্রম। পাকিস্তানের আরেক প্রাক্তন আহমেদ শেহজাদ আরও সুর চড়িয়েছেন বাবর আজমের বিরুদ্ধে। শেহজাদ বলেছেন, ''আমার যা পরিসংখ্যান তা দিয়ে আমি তোমার থেকে ভালো খেলতে পারতাম। তোমার স্ট্যাট দেখছি আমার থেকেও খারাপ।''
কে জিততে পারে ইউরো? কী রায় দিলেন বিশ্বফুটবলের পণ্ডিতরা?
পাকিস্তানের সুপার এইটে যাওয়া, না-যাওয়া নির্ভর করছে একাধিক সমীকরণের উপরে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচে বাবর আজমের রান ৯০। স্ট্রাইক রেট খুবই কম পাক অধিনায়কের। শেজহাদ বলছেন, ''তুমি বিশ্বকাপের পাওয়ারপ্লেতে ২০৫ বল খেলেছ। কিন্তু তুমি একটা ছক্কাও মারতে পারোনি। আমার নিজের পরিসংখ্যানের আরও উন্নতি করার দরকার ছিল। কিন্তু তোমার পরিসংখ্যান আরও খারাপ।'' ২০৫ বল অবশ্য নেহাতই কথার কথা। তবে বাবর আজম যে শ্লথ গতিতে ব্যাটিং করছেন, সেই দিকেই ইঙ্গিত করছেন অনেকে।
বাবরকে আরও কড়া ভাষায় আক্রমণ করেছেন শেহজাদ। তিনি বলেছেন, ''ঘরোয়া পরিকাঠামো তুমি ধ্বংস করেছো। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো খেলছে, তাদের পরিবর্তে তুমি তোমার বন্ধুদের দলে নিয়েছো।''