shono
Advertisement

Breaking News

ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে অজিদের অবস্থা কেমন? জেনে নিন শক্তি-দুর্বলতা

ভারতকে আরও একবার ফাইনালে হারাতে পারবে অস্ট্রেলিয়া?
Posted: 11:10 AM Feb 11, 2024Updated: 11:10 AM Feb 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ পর্বের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 Mens Cricket World Cup) ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া (Australia U19)। তবে একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল তাদের। সেমি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে জিতে ফাইনালের টিকিট পেয়েছে অজিরা। ভারতের (India U19) বিরুদ্ধে ফাইনালে নামার আগে জেনে নিন অস্ট্রেলিয়ার শক্তি এবং দুর্বলতাগুলি।

Advertisement

অস্ট্রেলিয়ার শক্তি

শক্তি ১: অন্যতম শক্তি বোলিং। সব ম্যাচেই বিপক্ষকে অল আউট করেছে অজিরা। অস্ট্রেলিয়ার দুই পেসার টম স্ট্রেকার এবং ক্যালাম ভিডলার মিলে ২৪টি উইকেট তুলে নিয়েছেন। ফলে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পেসারদের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

শক্তি ২: ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া ভয়ঙ্কর। ৫০ ওভারের ক্রিকেটে সদ্য বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা। জুনিয়র দলের সামনেও সেই সুযোগ রয়েছে। তাই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে রবিবার হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা।

[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে মেগা ফাইনালের আগে ভারতের শক্তি-দুর্বলতা জেনে নিন]

অস্ট্রেলিয়ার দুর্বলতা

দুর্বলতা ১: স্পিন আক্রমণ সে ভাবে দাগ কাটতে পারেনি। রাফ ম্যাকমিলান, টম ক্যাম্পবেলের মতো স্পিনারেরা উইকেট নিলেও সে ভাবে নজর কাড়তে পারেননি।

দুর্বলতা ২: অস্ট্রেলিয়ার ব্যাটিং এখনও সে ভাবে পরীক্ষিত নয়। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র ১৮০ রান তুলতে গিয়েই ভেঙে পড়েছিল তারা। ৯ উইকেট হারিয়ে সেই ম্যাচ জিতেছিল শেষ মুহূর্তে। অজিদের হয়ে সব থেকে বেশি রান করেছেন হ্যারি ডিক্সন। তিনি ৬ ম্যাচে করেছেন ২৬৭ রান। এছাড়া আর কেউ তেমন ছন্দে নেই।

[আরও পড়ুন: ব্রাত্য পূজারার কাছে কী আবদার করলেন অশ্বিন? জানলে অবাক হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement