shono
Advertisement

ICC World Cup 2023: টিকিটের হাহাকারের মধ্যেই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখাতে বিশেষ উদ্যোগ রাজ্যপালের

'জনতা স্টেডিয়াম' খুলছেন রাজ্যপাল।
Posted: 06:09 PM Nov 04, 2023Updated: 04:45 PM Nov 05, 2023

সুদীপ রায়চৌধুরী: ইডেনে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পাননি? তাও মাঠের মতো পরিবেশে বসে খেলা দেখতে চান? আপনার মুশকিল আসান করতে উদ্যোগ নিলেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের যে টিকিটের জন্য শহরজুড়ে হাহাকার, সেই ম্যাচ বিনামূল্যে দেখাবেন রাজ্যপাল।

Advertisement

না রাজ্যপাল কারও জন্য টিকিটের ব্যবস্থা করছেন না। কাউকে ইডেনেও নিয়ে যাচ্ছেন না। তিনি রাজভবনেই (Raj Bhavan) ইডেন ম্যাচের বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করছেন। রাজভবনের তরফে জানানো হয়েছে, রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হচ্ছে রাজভবনের লনেই। রাজ্যপালের ভাষায় যাকে বলা হচ্ছে ‘জনতা স্টেডিয়াম’।

[আরও পড়ুন: ১০ লাখ থেকে ৩ বছরে ১০ কোটি সম্পত্তি শিশিরের! ‘কোন জাদুতে’, প্রশ্ন কুণালের]

রাজভবন স্পষ্ট জানাচ্ছে, টিকিট নিয়ে সাধারণ মানুষের হা হুতাশ দেখেই জনতা স্টেডিয়াম (Janata Stadium) খোলার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। ‘আগে এলে আগে পাবেন’ এই ভিত্তিতে মোট ৫০০ জনকে এই জনতা স্টেডিয়ামে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। রবিবার দুপুর ১২টা থেকে দুটোর মধ্যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাজভবনের দ্বার। তবে ৫০০ জন হয়ে গেলে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় বিশ্বকাপের টিকিটের খোঁজ, ৯০ হাজার টাকা খোয়ালেন ক্রিকেটপ্রেমী]

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পেতে মাথা খুঁড়তে হচ্ছে শহরবাসীকে। তার পরও মিলছে না মহার্ঘ্য প্রবেশপত্র। যার অনিবার্য ফলশ্রুতি বিক্ষোভ, হাহাকার, ক্ষোভ এবং অবশ্যই সিএবি ও বোর্ড কর্তাদের মুণ্ডপাত। টিকিট বণ্টন নিয়ে এই বিতর্কে পুরোদস্তুর ঢুকে গিয়েছে রাজনীতিও। রাজ্যের বিরোধী দলের বিধায়করা বিঁধছে শাসকদল এবং সিএবিকে (CAB)। শাসকদল আবার বিঁধছে জয় শাহ (Jay Shah) নিয়ন্ত্রিত বিসিসিআইকে। এসবের মধ্যে এবার ঢুকে গেলেন রাজ্যপালও। প্রশ্ন উঠছে, তাহলে কি টিকিটের হাহাকার নিয়ে রাজ্যকে খোঁচা দিতেই এই জনতা স্টেডিয়াম খোলার উদ্যোগ নিলেন রাজ্যপাল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement