সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৫ রানের ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। তার পরেই পুরস্কার হিসাবে সোনালি মেডেল পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচের শেষে গোটা টিমের (India Cricket Team) উপস্থিতিতে কোহলির গলায় এই পদক ঝুলিয়ে দিলেন ফিল্ডিং কোচ টি দিলীপ। প্রসঙ্গত, রবিবারের ম্যাচেই ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় হিসাবে রেকর্ড গড়েছেন বিরাট। তার পরে ব্যাট হাতেও ম্যাচ বাঁচিয়েছেন।
বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জেতে ভারত। তার পর সেলিব্রেশনের মুডে ছিল গোটা দল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরেই বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই ম্যাচের সেরা ফিল্ডারের জন্য বিশেষ পুরস্কারের কথা ভাবছিল টিম ম্যানেজমেন্ট।
[আরও পড়ুন: ৭ নভেম্বর থেকে শুরু পাঁচ রাজ্যের ভোটগ্রহণ, দিনক্ষণ ঘোষণা কমিশনের]
ফিল্ডিং কোচ দিলীপ জানান, ম্যাচে একটি ক্যাচ নেওয়া বা একটি রান আউট করার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হবে না। গোটা ম্যাচ জুড়ে যে খেলোয়াড় সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছেন, তাঁর হাতেই তুলে দেওয়া হবে সেরা ফিল্ডারের পুরস্কার। রবিবারের বিজয়ী হিসাবে বিরাটের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ। উচ্ছ্বসিত বিরাট সোনার মেডেল নিয়ে অভিনব কায়দায় সেলিব্রেশনও করেন বিরাট। পুরস্কার প্রদানের ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছে বিসিসিআই।
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই মিচেল মার্শের ক্যাচ নেন কোহলি। প্রথম ভারতীয় ফিল্ডার হিসাবে অনিল কুম্বলের নজির ভাঙেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল কুম্বলের। অজি ম্যাচে ১৫টি ক্যাচ ধরে নতুন নজির গড়েন বিরাট। তার পরেই সেরা ফিল্ডারের শিরোপা কোহলির। উল্লেখ্য, ২৮টি ক্যাচ ধরে এই তালিকায় সকলের উপরে রয়েছেন রিকি পন্টিং।