shono
Advertisement

Breaking News

ICC World Cup 2023: ‘আমি কখনওই শচীন হতে পারব না’, রেকর্ড ছুঁয়েও মাটিতে পা বিরাটের

ম্যাচের সেরার পুরস্কারও উঠল বিরাটের হাতে।
Posted: 09:18 PM Nov 05, 2023Updated: 10:33 PM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) নজির ছোঁয়া খুবই স্পেশাল। তাঁর শুভেচ্ছাবার্তা পাওয়াটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। কারণ আমি কোনওদিন শচীন হতে পারব না। ইডেনে ১০১ রানের ইনিংস খেলার পরে এই কথাই শোনা গেল বিরাট কোহলির (Virat Kohli) মুখে। ভারতীয় তারকা সাফ জানিয়ে দিলেন, দলের প্রয়োজন মতোই খেলবেন।  তবে এদিনের ম্যাচের একটা আলাদা চাপ ছিল, সেটা একবাক্যে স্বীকার করে নিলেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ শতরানকারী। 

Advertisement

মাত্র ৮৩ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। ২৪৩ রানে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। ম্যাচের শেষে সাক্ষাৎকার দিতে এসে কিং কোহলি অকপটে জানালেন, “আলাদা একটা তাগিদ ছিল এদিন। আজকের ম্যাচটা অন্যদিনের থেকে আলাদা, সেটা বুঝতে পারছিলাম। ওপেনাররা দ্রুত রান তুলছিল। কিন্তু বল পুরনো হতেই পরিস্থিতি পালটে যায়।” 

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝে সুখবর! ১০০ স্কুলপড়ুয়াকে বেছে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা রাজ্যপালের]

৪৯তম শতরানের নেপথ্যে টিম ম্যানেজমেন্টের অবদানের কথাও তুলে ধরেন বিরাট। তিনি বলেন, “সকলকে বলা হয়েছিল আমার সঙ্গেই ব্যাট করতে। খেলাটা উপভোগ করছিলাম আমি। ঈশ্বর আমাকে এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ।” দর্শকদের ধন্যবাদ দিয়ে বিরাট বলেন, “আমার জন্মদিনটা ভক্তরা বরাবরই স্পেশাল করে তোলেন। সেটা আমাকে বাড়তি মোটিভেশন দেয়। প্রসঙ্গত, এদিন ম্যাচের সেরার পুরস্কারও তুলে দেওয়া হয় বিরাটের হাতে।

এদিন শতরান করে শচীন তেণ্ডুলকরের ওয়ানডে সেঞ্চুরির নজির ছুঁয়েছেন বিরাট। চেজমাস্টারের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই প্রসঙ্গে বিরাটের মত, “আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। শচীনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। তবে আমি কখনওই শচীন হতে পারব না।” 

[আরও পড়ুন: বিরাট বিক্রম আর জাদেজা জাদুতে ইডেন যেন স্বর্গ, একপেশে ম্যাচ জিতে আটে আট ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement