shono
Advertisement

শামির ঝলসে ওঠার দিন ভারতের জাতীয় সংগীত গাইলেন পাক সমর্থক

অসামান্য ফিল্ডিং রবীন্দ্র জাদেজার। দেখুন ভিডিও। The post শামির ঝলসে ওঠার দিন ভারতের জাতীয় সংগীত গাইলেন পাক সমর্থক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:45 PM Jun 30, 2019Updated: 11:32 AM Jul 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা মতোই রবিবাসরীয় এজবাস্টনে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটালেন পাকিস্তানের সমর্থকরা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। উপমহাদেশের সবচেয়ে বড় দুই শত্রুর বাসিন্দারা একতার সুরে সুর মিলিয়ে ভারতের জয়ের প্রার্থনা করলেন বার্মিংহামে। এমনকী, পাক সমর্থকের মুখে শোনা গেল ভারতের জাতীয় সংগীত।

Advertisement

প্রথমে ব্যাট করে ভারতের সামনে বড়সড় রানের লক্ষ্য তৈরি করেছেন ইয়ন মর্গ্যানরা। বেয়ারস্টোর দুর্দান্ত শতরান এবং শেষে বেন স্টোকসের লড়াকু ইনিংস ভারতীয় ব্যাটিং লাইন আপকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে। তবে ইংলিশ ব্যাটসম্যানদের একাই চমকে দেন মহম্মদ শামি। ওয়ানডে কেরিয়ারে প্রথমবার এক ম্যাচে পাঁচটি উইকেট তুলে নিলেন তিনি। তিন ম্যাচে তাঁর সংগ্রহ তেরো উইকেট। বাংলার পেসারের দুর্দান্ত ফর্ম ভুবনেশ্বর কুমারের দলে ফেরা নিয়ে যে প্রশ্নচিহ্ন তুলে দিল, তা বলাই যায়। এদিকে, কে এল রাহুল চোট পাওয়ায় ফিল্ডিং করতে নেমে অসামান্য একটি ক্যাচ ধরে জ্যাসন রয়কে প্যাভিলিয়নে ফেরালেন রবীন্দ্র জাদেজা।

[আরও পড়ুন: বিশ্বকাপে ঋষভ পন্থের অভিষেক, একগুচ্ছ রেকর্ডের সামনে কোহলি]

ইংল্যান্ডের স্কোরবোর্ডে বড় রান থাকলেও কিন্তু দুর্দান্ত খেলে কোহলিদের জিততেই দেখতে চান পাকিস্তানিরা। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে শেষ চারে যাওয়া নিশ্চিত ভারতের। কেউ তখন আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর ইংল্যান্ড হারলেই পোয়াবারো পাকিস্তানের। পাক শিবির মনে করছে, কোহলিরা জিতে গেলে ইংল্যান্ডের পক্ষে শেষ চারে যাওয়া অসম্ভব। তখন অনিশ্চয়তার মধ্যে থাকা সরফরাজ এন্ড কোং-এর রাস্তা হয়ে যাবে পরিষ্কার। আর নিজের দেশের স্বার্থে এক পাক সমর্থক যা করলেন, তা গোটা বিশ্বের নজর কাড়ল।

ম্যাচের আগে সোশ্যাল সাইটে পাক সমর্থকদের জন্য একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন। ইংল্যান্ড নাকি ভারত। কাকে সমর্থন করবেন তাঁরা? উত্তরে এক পাক ফ্যান লেখেন, “জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ।” অন্য এক সমর্থকের কথায়, “আমরা তো অভিনন্দনকে চা খাওয়াই, বিরাট তো আমাদের হৃদয়ে রয়েছে। তোমরা (ইংল্যান্ড) আমাদের পায়ের নিচে।” আরেক পাক ক্রিকেটপ্রেমী আবার ভারতে ব্রিটিশ শাসনের কথা উল্লেখ করে ইংল্যান্ডকে তুলোধোনা করেছেন। সবমিলিয়ে পাক সমর্থকরা মনে-প্রাণে আজ ভারতকেই জিততে দেখতে চান।

[আরও পড়ুন: বোল্টের হ্যাটট্রিকের দিনও নয়া রেকর্ড করে নজর কাড়লেন স্টার্ক]

The post শামির ঝলসে ওঠার দিন ভারতের জাতীয় সংগীত গাইলেন পাক সমর্থক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement