shono
Advertisement

Breaking News

‘স্টোকস আবার মেসেজ পাঠালে, আমি ডিলিট করে দেব’, বিদায়বেলায় বললেন মইন

কেন একথা বললেন মইন?
Posted: 11:50 AM Aug 01, 2023Updated: 11:50 AM Aug 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেন স্টোকস (Ben Stokes) অনুরোধ করেছিলেন। তাই অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মইন আলি (Moeen Ali)।

Advertisement

পাঁচ টেস্টের অ্যাশেজ ড্র করেছে ইংল্যান্ড। শেষ টেস্টে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে জয়ের রাস্তায় নিয়ে যান মইন আলি। সেই মইন আলিও টেস্ট থেকে বিদায় নিলেন।

[আরও পড়ুন: গার্ড মুলারকে ছাপালেন রোনাল্ডো, নতুন রেকর্ডের মালিক সিআর সেভেন]

 

অ্যাশেজের আগে স্টোকস বার্তা পাঠিয়েছিলেন মইনকে। লিখেছিলেন, ”অ্যাশেজ?” মইন অ্যাশেজে খেলেন। তাঁর জন্যই মূলত ইংল্যান্ড পঞ্চম টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায়। মইন সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ”স্টোকস আবার আমাকে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে মেসেজ পাঠালে সেই মেসেজ আমি ডিলিট করে দেব। টেস্ট ক্রিকেটে আমার সময় শেষ। প্রত্যাবর্তন আমি উপভোগ করেছি।”

৬৮টি টেস্ট ম্যাচ খেলেছেন মইন। ২০৪টি উইকেটের মালিক তিনি। মইন আলি বলেছেন, ”বাজ ও স্টোকসের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। জিমি, ব্রড ছিল। আমার ক্রিকেট কেরিয়ারের শুরুতেও ওরা ছিল। দুর্দান্ত এক অনুভূতি নিয়ে যাচ্ছি।” 

বিদায় জানানোর আগে টেস্ট ম্যাচ জিতেছেন, জয়ের পিছনে তাঁর অবদানও রয়েছে। এমন মধুরেণ সমাপয়েৎ হয় নাকি!

 

[আরও পড়ুন: ‘দেশের হয়ে একশো শতাংশ দিই’, কপিলকে পালটা দিলেন জাদেজা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement