স্টাফ রিপোর্টার: অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার মিনি ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল-মহামেডান। দু’দলের সামনে লিগ চ্যাম্পিয়নশিপের লক্ষ্য। তবে ভিন্ন দর্শন নিয়ে। এক দলের কাছে লিগ চ্যাম্পিয়নশিপ মানে, ৩৮ বছর পর লিগের ইতিহাসে ফেরা। অন্য দলের কাছে কলকাতা লিগ মানে, ইতিহাসের মুকুটে একটা পালক। সেখানেও অন্যরকম ভাবছেন আলেজান্দ্রো। লিগ শুরুর আগে শুনিয়েছেন, কলকাতা লিগ আই লিগের প্রস্তুতি। মোটামুটি সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন। মহামেডানের কাছে মরণ-বাঁচনের ম্যাচ। জিতলে চ্যাম্পিয়নশিপের মুখে। হারলে শেষ।
[আরও পড়ুন: ঘরোয়া লিগে সাদার্নের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে জয় মোহনবাগানের]
বুধবার সকালে তীর্থঙ্কর, করিমদের নিয়ে টিডি দীপেন্দু যখন ইস্টবেঙ্গল বধের পরিকল্পনা করছেন, নিউটাউনে নিজেদের আবাসনে কোলাডো, জুয়ানদের সঙ্গে মহামেডান ম্যাচের সিডি দেখতে তখন ব্যস্ত আলেজান্দ্রো। স্বাভাবিকভাবে সেখানে সাদা-কালো শিবিরের তীর্থঙ্করকে নিয়ে আলোচনা বেশি। যে কারণে, পরে সাইয়ে প্র্যাকটিস করতে এসে সাংবাদিক সম্মেলনে মহামেডানের প্রশংসা করলেন তিনি। কিন্তু লিগ চ্যাম্পিয়নশিপ নিয়ে কতটা আগ্রহী ইস্টবেঙ্গল কোচ? মিনি ডার্বির আগে আলেজান্দ্রো বলছেন, “লক্ষ্যে আমরা সফল।” লিগ চ্যাম্পিয়নশিপ খেতাব পকেটে নেওয়ার আগে যদি বলেন, তাঁর লক্ষ্য সফল। তাহলে ধরে নিতে হবে, চ্যাম্পিয়নশিপের বাইরে তাঁর অন্য লক্ষ্য রয়েছে। যে লক্ষ্য আই লিগের আগে নিজেদের দল তৈরি করে নেওয়া। আলেজান্দ্রো মনে করছেন, তাঁর সেই লক্ষ্যে তিনি সঠিক পথে চলছেন।’’ তাহলে মহামেডান ম্যাচের আগে লক্ষ্য কী? আলেজান্দ্রো বললেন, “ম্যাচ যদি জিতলে চ্যাম্পিয়নশিপের কাছে পৌঁছব। তাই তিন পয়েন্ট পেতেই হবে। কারণ, তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকব। তবে প্রথমদিন যেখান থেকে শুরু করেছিলাম, এখন তার থেকে অনেক ভাল জায়গায় আছি। এটাই সঠিক পথে থাকা।”
বৃহস্পতিবারের ম্যাচ ঘিরে আলেজান্দ্রো যখন ভিন্ন দর্শনের কথা বলছেন, সেখানে দীপেন্দু দর্শন ভিন্ন। দীর্ঘদিন পর মহামেডানের সামনে লিগ জয়ের হাতছানি। আর তা ফ্লুকে আসেনি। টানা দু’ম্যাচে মোহনবাগান এবং চ্যাম্পিয়নশিপে এগিয়ে থাকা পিয়ারলেসকে উড়িয়ে দিয়ে এসেছে। দীপেন্দু বলছেন, “পরপর দুটো ম্যাচ দারুণ ফুটবল খেলার জন্যই ফুটবলাররা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভাল খেলার জন্য উদ্বুদ্ধ।’’
[আরও পড়ুন: জাতীয় দলে ব্যর্থতা অতীত, ফের ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন মেসি]
হয়তো পিয়ারলেস কিছুটা এগিয়ে। কিন্তু ময়দান বলছে, বৃহস্পতিবারের মিনি ডার্বিই এবারের লিগ ফয়সলার ম্যাচ। কারণ, ম্যাচের ফল যেদিকে ঘুরবে, সেদিকে ঢলে পড়বে লিগ চ্যাম্পিয়নশিপের ভাগ্য। যে কারণে আলেজান্দ্রো বলছেন, “আগে ম্যাচটা জিততে হব। তারপর ভাবব চ্যাম্পিয়নশিপের প্রশ্নে গোল পার্থক্যে কোথায় আছি।’’
সকালে দীপেন্দু যখন নিজের ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য বলছেন, “আমার আফ্রিকান ফুটবলারা ইস্টবেঙ্গলের স্প্যানিশ ফুটবলারদের থেকে অনেক ভাল। তখন ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘এ সব মহামেডান টিডির কথা। মানুষ অনেক কথাই বলে।’’ যুবভারতী এবং কল্যাণী দুটো মাঠে জিততে পারেনি ইস্টবেঙ্গল। তারপরও আলেজান্দ্রো বললেন, “ইস্টবেঙ্গল মাঠে ভাল ফুটবল খেলা অসম্ভব।’’ পাশাপাশি যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে স্বপ্নের ফুটবলের পর ইস্টবেঙ্গলকেও হারানোর জন্য মুখিয়ে মহামেডান। আলেজান্দ্রো বললেন, “আমরা একটা দল হিসাবে খেলছি।” মহামেডান টিডি গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার কোলাডো আর জুয়ানকে। আলেজান্দ্রো মহামেডানের কোনও ফুটবলারের নাম বললেন না। শুধু বললেন, “একটা গোল দিতে পারলেই সব থেমে যাবে।”
The post ‘গোল করলেই মহামেডান শেষ’, বলছেন আলেজান্দ্রো appeared first on Sangbad Pratidin.