shono
Advertisement

মদ খেলে ফরওয়ার্ড ব্লক করা যাবে না, পার্টিকে প্রস্তাব যুব নেতাদের

দলের যুব সংগঠনের এমন প্রস্তাবকে স্বাগতই জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক। The post মদ খেলে ফরওয়ার্ড ব্লক করা যাবে না, পার্টিকে প্রস্তাব যুব নেতাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Mar 26, 2018Updated: 09:27 PM Mar 26, 2018

স্টাফ রিপোর্টার: সকালে মদের বিরুদ্ধে আন্দোলন। আর রাতে বোতল খুলে বসে পড়া। দু’টো একসঙ্গে চলতে পারে না। দল করতে হলে এসব করা যাবে না। নেতাজির দল ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির কাছে এমনই অভিনব প্রস্তাব আনতে চলেছেন দলের যুব নেতারা।

Advertisement

[রাম নবমীর মিছিলে কার হাতে বন্দুক, ভাইরাল ভিডিও খতিয়ে দেখছে পুলিশ]

ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলিগ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, মদ্যপায়ী কেউ সংগঠনের সদস্য হতে পারবে না। “মদ বা যুবলিগ, দু’টোর মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে হবে।” বললেন যুবলিগের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “লিগের রাজ্য কমিটির বৈঠকে আমরা প্রস্তাব এনেছি। পার্টির রাজ্য কমিটির বৈঠকেও প্রস্তাব রাখব।” আগামী ৮ এপ্রিল ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সুদীপবাবু ফরওয়ার্ড ব্লকেরও রাজ্য কমিটির সদস্য। দলের যুব সংগঠনের এই ধরনের প্রস্তাবকে স্বাগতই জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেণ চট্টোপাধ্যায়। যদিও নরেণবাবুর দাবি, “আমাদের দলে মদ খাওয়ার কালচার নেই।”

[ত্রিশূল নারীশক্তির প্রতীক, লকেটের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে একহাত দিলীপের]

উল্লেখ্য, বাংলায় মদ বন্ধের দাবিতে যুবলিগ দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রামজ বিধানসভার অধিবেশনেও দাবি তুলেছিলেন, রাজ্যে মদ বিক্রি বন্ধ হোক। যুব নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “দলে যেমন পরিবর্তন দরকার, ভাবনারও পরিবর্তন করতে হবে। আমরা পার্টির কাছে এমনটাই জানাব যে, যাঁরা মদ্যপান করেন তাঁরা নেতৃত্বে তো দূরের কথা, সাধারণ সদস্যও থাকবেন না।” ডিওয়াইএফআই-সহ বামপন্থী অন্যান্য যুব সংগঠনকেও এ ক্ষেত্রে পাশে চাইছে ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন। তাদের আবেদন, মদ্যপায়ীদের যে এ সব সংগঠনে কোনও ঠাঁই নেই, সে বার্তা যেন সদস্য চাঁদার রসিদেই দেওয়া থাকে।

The post মদ খেলে ফরওয়ার্ড ব্লক করা যাবে না, পার্টিকে প্রস্তাব যুব নেতাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার