shono
Advertisement

Breaking News

‘কিছুই পাইনি, রেজাল্টের কথা জিজ্ঞাসা করবেন না’, ফের ফেডারেশনকে বিঁধলেন স্টিমাচ

কাতার ম্যাচের পরে স্টিমাচের বিস্ফোরণ।
Posted: 03:45 PM Nov 22, 2023Updated: 03:45 PM Nov 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে এশিয়ান কাপ (Asian Cup)। দোহায় হতে চলা এই টুর্নামেন্টকে খুব একটা গুরুত্বই দিচ্ছেন না ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। এশিয়ান কাপের থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সুনীল ছেত্রীদের হেডস্যর। দীর্ঘমেয়াদি জাতীয় ক্যাম্প ছাড়া মহাদেশীয় টুর্নামেন্টে ভালো ফলাফল করা সম্ভব নয়। কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচের শেষে এমন কথাই বলছেন স্টিমাচ।
ভারতের কোচ এশিয়ান কাপের জন্য কমপক্ষে চার সপ্তাহের জাতীয় ক্যাম্প চান। ১২ জানুয়ারি থেকে শুরু হবে মহাদেশীয় এই টুর্নামেন্ট। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বই যে চলবে ২৯ ডিসেম্বর। কোনও ফ্র্যাঞ্চাইজিই জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি ভিত্তিতে খেলোয়াড় ছাড়বে না। ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার সামনে ভারত। এশিয়ান কাপের জন্য স্টিমাচ ১০ দিনের বেশি ট্রেনিংয়ের সুযোগ পাবেন না। ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে উজবেকিস্তান ও সিরিয়া। কাতারের বিরুদ্ধে ম্যাচ শেষের পরে স্টিমাচ সাংবাদিক বৈঠকে বলেছেন, ”আমরা যা চেয়েছি, তা পাইনি। আমি আমার দিক থেকে খুব পরিষ্কার। আমাকে সময় দেওয়া হোক, আমি রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। সময় না দিয়ে রেজাল্টের কথা কেউ বলবেন না। রেজাল্টের কথা ভুলে যাওয়াই ভালো।” 

Advertisement

[আরও পড়ুন: টি-২০ থেকে ইতি রোহিতের? ওয়ানডে ভবিষ্যৎই বা কী? শীঘ্রই বোর্ডের সঙ্গে বৈঠকে অধিনায়ক]

বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েতকে প্রথম ম্যাচে হারায় ভারতীয় দল। মঙ্গলবার কাতারের কাছে ভারত হার মানে। স্টিমাচকে বলতে শোনা গিয়েছে, ”ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের ব্যাপার। আমরা নিজেদের উজার করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কাজ করারই তো সময় নেই। ১২-১৩ দিনে প্রস্তুতি হয় না।”

প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল এবং তৃতীয় স্থানাধিকারী সেরা চারটি দলকে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল হবে। স্টিমাচ বলেছেন, ”উজবেকিস্তানের প্রতিপক্ষ আমরা। এশিয়ান কাপের জন্য ছসপ্তাহের প্রস্তুতি নিচ্ছে উজবেকিস্তান। অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারব না। ওরা কাতারের থেকেও শক্তিশালী। আমরা নিজেদের উজার করে দেওয়ার চেষ্টা করব।”
টুর্নামেন্ট শুরুর আগেই স্টিমাচের এই ধরনের মন্তব্য ঝড় তুলতেই পারে। অতীতে স্টিমাচকে শো কজ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement