সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শেষ হয়েছে সবেমাত্র চার দিন হল। ক্যালেন্ডারের হিসাব তো তেমনটাই বলছে। কাপযুদ্ধের হ্যাংওভার এখনও কাটেনি। একদিকে প্যাট কামিন্স (Pat Cummins)-ডেভিড ওয়ার্নাররা (David Warner) সেলিব্রেশনে মজে। অন্যদিকে আবার মেগা ফাইনাল হারের শোকে ভেঙে পড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলি (Virat Kohli)। এমন প্রেক্ষাপটে আবার ক্রিকেট! ক্রিকেটার থেকে সাংবাদিক, কিংবা সাধারণ ক্রিকেটপ্রেমী কেউই এত ঘন ঘন খেলা মেনে নিতে পারছেন না। বিশ্বকাপের সময় যেখানে সাংবাদিক বৈঠক গমগম করত, প্রায় ২০০ জন সাংবাদিক আসতেন, সেখানে ভারতীয় অধিনায়ক হিসাবে প্রথম সাংবাদিক বৈঠকে মাত্র দু’জন সাংবাদিককে পেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)! এমন পরিস্থিতি দেখে একেবারে চমকে যান তিনি।
আর মাত্র কয়েক ঘন্টা পরেই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। এর আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র দুজন! এমন দৃশ্য দেখে হতবাক হয়েছেন সূর্য। স্বভাবতই তিনি অবাক হয়ে যান। এর পর মুখে হাসি এনে বলে দেন, “মাত্র দু’জন এসেছেন?” এদিকে তাঁর এই সাংবাদিক বৈঠক মাত্র চার মিনিটেই শেষ হয়ে যায়!
[আরও পড়ুন: চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়! ভারতীয় দলের কোচের পদে এবার কে?]
এমন ঘটনা সবার সামনে আসার পর এক নেটিজেন বলেন, ‘মাত্র দু’জন সাংবাদিক প্রেস কনফারেন্সে? এটা বেশ অবাক করে দেওয়ার মতো বিষয়। আর একজন বিসিসিআই-এর দিকে আঙুল তুলে বলেন, ‘গত চার বছরের সবথেকে বড় ম্যাচ (পড়ুন, বিশ্বকাপ ফাইনাল) খেলার তিনদিনের মধ্যে কে ফের একটা দ্বিপাক্ষিক সিরিজের জন্য যাবেন? একেবারে বিরক্তিকর।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। পরের চারটি ম্যাচ ২৬ নভেম্বর (তিরুঅনন্তপুরম), ২৮ নভেম্বর (গুয়াহাটি), ১ ডিসেম্বর (রায়পুর), ৩ ডিসেম্বর (বেঙ্গালুরু)।
একনজরে ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ইশান কিষান (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার। শ্রেয়স আইয়ার সহ-অধিনায়ক হিসাবে চতুর্থ এবং পঞ্চম ম্যাচে দলে যোগ দেবেন।