সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটা তাঁর সঙ্গে ঘটবে কল্পনাও করতে পারেননি যজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) পর এবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলেও জায়গা পেলেন না! আর তাই নিজের X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা লেগ স্পিনার। একটি হাসির ইমোজি দিয়ে টুইট করে দিয়েছেন।
সোমবার রাতের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সেই দলে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইকে সুযোগ দেওয়া হলেও, তাঁদের থেকে অনেক বেশি অভিজ্ঞ চাহালকে এড়িয়ে গিয়েছে অজিত আগরকারের জাতীয় মুখ্য নির্বাচক কমিটি। এর আগে সদ্য সমাপ্ত কাপযুদ্ধের দল থেকেও বাদ পড়েছিলেন চাহাল। তখনও দল থেকে বাদ গিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবারও তিনি সেই পথেই হাঁটলেন।
[আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, নেতৃত্বে কে?]
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি চাহাল। আর এবার বিশ্বকাপের দল থেকেও ছাঁটাই হওয়ার পর, অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও তাঁর জায়গা হল না। স্বভাবতই ফের একবার তোলপাড় ভারতীয় ক্রিকেট। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না তারকা ক্রিকেটার।
আন্তর্জাতিক কেরিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল। এখনও তাঁর টেস্ট অভিষেক ঘটেনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন এহেন চাহাল কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? ফিরলেও কি তাঁর যন্ত্রণা কমবে?
একনজরে ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ইশান কিষান (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার। শ্রেয়স আইয়ার সহ-অধিনায়ক হিসাবে চতুর্থ এবং পঞ্চম ম্যাচে দলে যোগ দেবেন।