সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাক ক্রলির (Zak Crawley) দাপটে সেই সময় চিন্তায় ছিল ভারতীয় দল। তবে ক্রিকেটারদের সেই চিন্তিত মুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সৌজন্যে রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের একটি কাণ্ড সবার মুখে হাসি ফুটিয়েছিল। শুধু তাঁর দলের ক্রিকেটাররাই নন, ইংল্যান্ডের দুই ব্যাটারও হেসে ফেলেন।
সেই ওভারের শেষ বলটাই জনি বেয়ারস্টোর প্যাডে লাগে। পর পর দুই বলে দুটি উইকেট পাওয়ার আশায় আবেদন করে ভারতীয় দল। কিন্তু আম্পায়ার মারাইস ইরাসমাস (Marais Erasmus) আউট দেননি। রোহিত তখন উইকেটকিপার কেএস ভরতকে জিজ্ঞাসা করেন। ভরত নিশ্চিত ছিলেন না আবেদন করার ব্যাপারে। আর তাই বাধ্য হয়েই রোহিত আম্পায়ারের কাছে চলে যান। রোহিত জিজ্ঞাসা করেন, “মারাইস, তোমার এ ব্যাপারে কী মত?” মারাইস প্রশ্ন শুনে হাসতে থাকেন। স্টাম্প মাইকে ঘটনাটি ধরা পড়েছে।
আরও পড়ুন: ‘ইয়র্কার কিং’ বুমরাহর আগুনে পেসে বোল্ড ভারতকে বেগ দেওয়া অলি পোপ, দেখুন ভাইরাল ভিডিও
আসলে ডিআরএস নিয়ে দ্বিধা থাকায় খোদ মাঠে থাকা আম্পায়ারের কাছেই সাহায্য চেয়ে বসেন রোহিত। ২৫.৫ ওভারে জো রুটকে আউট করেন জশপ্রীত বুমরাহ। এর পরেই বলেই সেই ঘটনা ঘটেছিল।