সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রেসিংরুম থেকে অধিনায়ক কোনও ইশারা করলেন না। ক্রিজে থাকা দুই ব্যাটারের দিকে হাত নেড়ে বোঝাতেও গেলেন না যে, ইনিংস ডিক্লেয়ার করার সময় এসে গিয়েছে। অথচ অধিনায়ককে পাত্তা না দিয়েই মাঠ ছাড়তে শুরু করে দিয়েছিলেন দুই ব্যাটার! অবাক করা এই ঘটনা নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ এমন ঘটনা শুধু আন্তর্জাতিক মঞ্চ নয়, পাড়া ক্রিকেটেও কেউ দেখেনি।
রাজকোট টেস্টে ইংল্যান্ডকে (England) ৪৩৪ রানে গুঁড়িয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে টেস্ট জয় নিয়ে নয়, বরং সবার মুখে ঘুরছে যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)-সরফরাজ খানের (Sarfaraz Khan) অদ্ভুত কাণ্ড! কারণ টিম ইন্ডিয়ার দুই ব্যাটার রোহিত শর্মাকে (Rohit Sharma) উপেক্ষা করেই প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগিয়েছিলেন। দুই তরুণ ব্যাটারের এমন কাজ দেখে অবাক হয়ে গিয়েছেন খোদ হিটম্যানও। তিনি তো বলেননি মাঠ ছাড়তে। এমনকী ডিক্লেয়ারও ঘোষণা করেননি। তাহলে কেন ওরা মাঠ ছাড়তে চেয়েছিল? সেটা ভেবেই রেগে গিয়েছিলেন রোহিত। সেই ভিডিও সোশাল মিডিয়ার যুগে ভাইরাল হতে সময় লাগেনি।
[আরও পড়ুন: যশস্বীর ডাবল সেঞ্চুরির পর জাদেজার দুরন্ত বোলিং, ইংল্যান্ডকে উড়িয়ে রাজকোটে ‘ভারত রাজ’]
এদিকে রোহিতের ইশারা ও তাঁর বলার অঙ্গভঙ্গি দেখে কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররাও নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। ঘটনাটি সবার নজর আসে চতুর্থ দিনের ভারতের ব্যাটিংয়ের সময় ৯৭ তম ওভারের পর। ইংল্যান্ডের ক্রিকেটাররাও ভেবেছিলেন যে রোহিত বোধহয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আসলে রোহিত তখনও ভারতের ইনিংস ডিক্লেয়ার করেননি। অবশ্য সেই ঘটনার ১ ওভার পরেই ভারত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দেন।
এদিকে প্রথম ইনিংসে ৪৪৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩১৯ রান। দ্বিতীয় ইনিংসে যশস্বী মাত্র ২৩৬ বলে ২১৪ রানে অপরাজিত থাকেন। শুভমান গিল করেছিলেন ৯১ রান। এর পর বাইশ গজে ফের জ্বলে ওঠেন সরফরাজ খান (Sarfaraz Khan)। দ্বিতীয় ইনিংসে ৭২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। এই তিনজনের সুবাদে ৪ উইকেটে ৪৩০ রান তুলে ডিক্লেয়ার করে দেন রোহিত। এবং চতুর্থ দিনের বাকি সময় ইংল্যান্ডের ইনিংসকে মাত্র ১২২ রানে শেষ করে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। তবে দাপুটে জয় পেলেও, নেটিজেনদের মুখে রোহিতের রেগে যাওয়ার মুহূর্ত নিয়ে আলোচনা হচ্ছে।