shono
Advertisement

Breaking News

IND vs PAK Asia Cup 2023: ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতই ফেভারিট, তবে সামলাতে হবে শাহিনদের’, বলছেন হেডেন

টিম ইন্ডিয়াকে কেন এগিয়ে রাখলেন হেডেন?
Posted: 04:01 PM Sep 01, 2023Updated: 07:16 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) মারা ওই দুটো ছক্কার স্মৃতি এখনও তাড়া করে পাকিস্তান শিবিরকে। ঠিক তেমনই শাহিন আফ্রিদির ওই দুটো মারাত্মক ডেলিভারি এখনও টিম ইন্ডিয়ার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেয়।
এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ম্যাথু হেডেন (Matthew Hayden) সতর্ক করছেন ভারতীয় শিবিরকে। যদিও ভারত-পাক ক্রিকেট যুদ্ধে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার। হেডেনের বক্তব্য, ভারত ম্যাচটা জিতবে ব্যাটিং শক্তির জন্যই। কিন্তু সামলে খেলতে হবে শাহিন আফ্রিদি-হ্যারিস রউফদের। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা বলছেন, ”আমার মনে হয়, ভারতই ম্যাচটা জিতবে। ভারতীয় দলের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে, অনেক বেশি ক্লাস রয়েছে এবং ভাল ছন্দেও রয়েছে।” 

Advertisement

[আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! কোন অঙ্কে পরের রাউন্ডে ভারত-পাকিস্তান?]

কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিদের সতর্ক করছেন হেডেন। পাকিস্তান বোলিংয়ের ‘থ্রি মাস্কেটিয়ার্স’-শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহকে দেখে খেলার কথা বলছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার। হেডেন বলেছেন, ”পাকিস্তানের পেসার ত্রয়ীর বিরুদ্ধে খেলবে ভারত। ভারত-পাক লড়াই গ্রহের সবথেকে মশলাদার একটা ম্যাচ। আমাদের শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম আছে। তিন জন বোলারই তিন ধরনের এবং অনন্য। এদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলকেও পরিকল্পনা করতে হবে। ক্যান্ডির পিচে বাউন্স রয়েছে। ফলে এই পিচে হ্যারিস রউফের মতো বোলারকে দেখে খেলতে হবে। রউফের বল ধেয়ে আসবে ব্যাটসম্যানের দিকে।”
সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির দুটো বল ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন আফ্রিদি। বাঁ হাতি পেসারের বল ভেঙে দেয় লোকেশ রাহুলের স্টাম্প। হেডেন বলছেন, ”শাহিন আফ্রিদিকে বুঝেশুনে খেলতে হবে। শাহিন শুরুতে উইকেট তুলে নিতে পারে। রোহিত শর্মাকে যে বলে আউট করেছিল, তা আমরা কেউই ভুলতে পারিনি। ফলে সতর্ক হয়ে খেলতে হবে আফ্রিদির ডেলিভারি। প্রথম তিন ওভার খুবই গুরুত্বপূর্ণ। ”

[আরও পড়ুন: বুমরাহকে পেয়ে পেস বোলিং আরও আগুনে হল, বাবর আজমদের হুঙ্কার দিলেন মহম্মদ শামি]

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement