shono
Advertisement

Breaking News

IND vs PAK, Asia Cup 2023: বাবরদের বিরুদ্ধে মহারণের আগে কীভাবে রোহিতের টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন রবি শাস্ত্রী?

রবি শাস্ত্রীর চোখে 'মাদার অফ অল ব্যাটল'।
Posted: 06:12 PM Sep 01, 2023Updated: 06:12 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের বিশ্বকাপে শেষবার ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কাপ যুদ্ধের মঞ্চে সেই ম্যাচে ৮৯ রানে পাকিস্তানকে (Pakistan) হারিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। এবার এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে ফের একবার রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দলের ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ইতিমধ্যেই নেপালকে ২৩৮ রানে হারিয়ে এবারের প্রতিযোগিতা শুরু করেছে পাক দল।

Advertisement

শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছেন ইফতিকার আহমেদ-মহম্মদ রিজওয়ানরা। আর তাই ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেদের সতর্ক করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। জাতীয় দলের প্রাক্তন হেড কোচের দাবি, ২০১১ সালের পর থেকে এই পাকিস্তান দল আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাই ‘মেন ইন ব্লু’ ব্রিগেডকে সতর্ক থাকা উচিত।

[আরও পড়ুন: আহমেদাবাদে এক লাখ লোকের সামনে পাকিস্তানের খেলা সহজ নয়, মাইন্ড গেম শুরু সৌরভের]

রবি শাস্ত্রী বলেন, ” আমার মতে ভারতীয় দল ফেভারিট। ২০১১ সালের পর এটা ভারতের সবচেয়ে শক্তিশালী দল। তবে পাকিস্তানও কিন্তু দারুণ উন্নতি করেছে। সাত-আট বছরের আগের পাকিস্তানের সঙ্গে এই পাকিস্তানকে মিলিয়ে ফেললে মস্ত ভুল করা হবে। আর তাই ভারতকে সতর্ক থাকার পাশাপাশি শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে হবে।”

ভারতীয় দল সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে খুব একটা ভাল ছন্দে নেই। বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ হেরেছে, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজ খুঁইয়েছে। কাজেই টিম ইন্ডিয়া ওডিআই ফরম্যাটে খুব ভাল ছন্দে আছে, এমনটা বলা যাবে না। অন্যদিকে পাকিস্তান এই মুহূর্তে টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে ফেলেছে, সেটায় তারা বড় ব্যবধানে জিতেও।

[আরও পড়ুন: বাবর-শাহিনদের বিরুদ্ধে নামার আগে বড় বার্তা দিলেন ‘কিং কোহলি’, কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement