সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিন ভিলেন হতে পারে বৃষ্টি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টেস্টের আগের দিন মন্দ আবহাওয়ার জন্য অনেকেই এই আশঙ্কা প্রকাশ করেছিল। অবশেষে সেটাই হল। বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে তাদের X হ্যান্ডেলে সেই বার্তা দেওয়া হল।
জানিয়ে দেওয়া হল যে, ‘বৃষ্টির জন্য আউটফিল্ডের অবস্থা বেশ খারাপ। তাই নির্ধারিত সময় দুপুর ১:৩০ মিনিটের (পড়ুন ভারতীয় সময়) পরে টস হবে। দুই অনফিল্ড আম্পায়ার মাঠ পরিদর্শন করার পরেই টসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আগে থেকেই সেঞ্চুরিয়ানের হাওয়া অফিস জানিয়েছিল যে, ৯২ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। সোমবার বৃষ্টির কারণে মাঠে নেমে অনুশীলন করতে পারেনি ভারত। টেস্টের পাঁচ দিনই কম-বেশি বৃষ্টি হতে পারে। ফলে টেস্টে কতটা খেলা হবে তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির কারণে টেস্টের প্রথম দু’দিন বাতিল হয়ে যেতে পারে।
[আরও পড়ুন: ঠাসা ক্রীড়াসূচি, ৭৭ দিনে ৭টি টেস্ট! টি-২০ বিশ্বকাপের আগে রোহিত-বিরাটদের উপর চাপ বাড়ছে]
তবে সব থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা টেস্টের তৃতীয় দিনে। সে দিন মাত্র ২ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। সে দিন খেলা হতে পারে। বাকি দু’দিন যথাক্রমে ৪০ এবং ৬৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাট কোহলির অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে ফের টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ইতিহাস গড়তে পারবে? সেটা সময় বলবে। তবে এর আগে বৃষ্টি কিন্তু ভোগাতে শুরু করেছে।