shono
Advertisement

প্রথম ম্যাচে নামার আগে প্রয়াত ফিল হিউজকে বিশেষ শ্রদ্ধা জানাবে ভারত-অস্ট্রেলিয়া

২০১৪ সালের ২৭ নভেম্বরই প্রাণ হারিয়েছিলেন হিউজ।
Posted: 11:22 PM Nov 25, 2020Updated: 11:22 PM Nov 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ নভেম্বর ২০১৪। আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে রয়ে গিয়েছে সেই দগদগে ক্ষত। ক্রিকেট মাঠ কেড়ে নিয়েছিল একটি প্রাণোবন্ত জীবন। বিপক্ষ বোলারের ডেলিভারির আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ২৫ বছরের অজি ব্যাটসম্যান ফিল হিউজ। নিজের জন্মদিনের ঠিক তিনদিন আগে চিরতরে বিদায নিয়েছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে ভেঙে পড়েছিল গোটা অস্ট্রেলিয়া। শোকস্তব্ধ হয়েছিল ক্রিকেট দুনিয়া। সেই ঘটনার ছ’টা বছর কেটে গেলেও অনুরাগীদের মনে হয় যেন এই তো এদিনের ঘটনা। সেই ফিল হিউজকেই এবার সম্মান জানাবে ভারত ও অস্ট্রেলিয়া দল।

Advertisement

২৭ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) প্রথম ওয়ানডেতে অজি বাহিনীর মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। এই সিরিজ দিয়েই করোনা পরবর্তী ক্রিকেটের সূচনা করবে টিম ইন্ডিয়া। আর মাঠে নামার আগে দুই দলই বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করবে ফিল হিউজের উদ্দেশে।

[আরও পড়ুন: চিরতরে বিদায় নিল ‘হ্যান্ড অফ গড’, টুইটে শেষ শ্রদ্ধা সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল গান্ধীদের]

২০১৪ সালে শেফিল্ড শিল্ডের সেই ম্যাচে ৬৩ রানে অপরাজিত ছিলেন হিউজ। আর সেই স্মৃতির উদ্দেশ্যেই ৬৩ সেকেন্ড দাঁড়িয়ে হাততালি দিতে পারেন ক্রিকেটাররা। অনেক স্থানীয় সংবাদমাধ্যম আবার জানাচ্ছে, ফিউজকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামতে পারেন কোহলি-স্মিথরা। তবে দুই ক্রিকেট বোর্ডের তরফে এনিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি। প্রথমবার বাবা হতে চলা ভারত অধিনায়ক পিতৃকালীন ছুটি নিয়েছেন। তাই তিনি ফিরে এলে নেতৃত্বের দায়িত্ব নেবেন অজিঙ্ক রাহানে। ভারতীয় নির্বাচকদের এই সিদ্ধান্তের প্রশংসাই শোনা গেল ইয়ান চ্যাপেলের গলায়। প্রাক্তন অজি তারকার মতে, রাহানের মধ্যেই টেস্ট অধিনায়ক হওয়ার অনেক গুণ রয়েছে। বিদেশের মাটিতে তাঁর নেতৃত্বে দল ভাল খেলবে বলেও আশা চ্যাপেলের।

[আরও পড়ুন: ডার্বির আগেই জোড়া কো-স্পনসরের নাম ঘোষণা লাল-হলুদের, অনুশীলনেও আধুনিকতার ছোঁয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement