shono
Advertisement

Breaking News

এবার বিশ্বের যে কোনও ফোন হ্যাক করতে পারবে ভারত

বিশ্বের বিভিন্ন আইনি মামলায় যেখানে মোবাইল ‘আনলক’ না করতে পারার জন্য সমস্যা হয় তা সমাধান করার ক্ষমতা রাখবে ভারত৷ The post এবার বিশ্বের যে কোনও ফোন হ্যাক করতে পারবে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Nov 04, 2016Updated: 02:02 PM Jan 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই পৃথিবীর যে কোনও প্রান্তের মোবাইল ফোন হ্যাক করতে পারবে ভারত৷ ইজরায়েলের সংস্থা ‘সেলেব্রাইট’-এর উন্নত প্রযুক্তি ও সফটওয়্যারের মাধ্যমে এই অসাধ্যসাধন করতে পারবেন গুজরাতের গান্ধীনগরের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল)  কর্তারা৷ সেলেব্রাইটের কাছ থেকে এই প্রযুক্তি কেনা হলেই বিশ্বের যে কোনও জায়গার স্মার্ট ফোন ব্যবহারকারীর মোবাইল ‘আনলক’ করে তথ্য বের করে নিতে পারবেন এফএসএল-এর কর্তারা৷ সাধারণত বিভিন্ন অপরাধের তদন্ত করতে আইফোন, অ্যানড্রয়েডের মতো ফোনকে হ্যাক করার জন্যই এই পরিষেবা কিনতে চলেছে ভারত৷

Advertisement

এর আগে সানবার্নারডিনো খুনের মামলায় একটি আইফোনের লক খোলার জন্য ইজরায়েলের এই সংস্থার সাহায্য নিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই৷ এরপরই বেশ কিছু মামলার তদন্তের জন্য ‘সেলেব্রাইট’-এর সাহায্য চেয়েছে গান্ধীনগরের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি৷ এফএসএল-এর এক শীর্ষকর্তার কথায়, “আর এক মাসের মধ্যেই আমরা এই নতুন প্রযুক্তি কিনে ব্যবহার করতে পারব বলে আশা করছি৷ তাহলে বিশ্বের বিভিন্ন আইনি মামলায় যেখানে মোবাইল ‘আনলক’ না করতে পারার জন্য সমস্যা হয় তা সমাধান করার ক্ষমতা রাখবে ভারত৷ মোবাইল হ্যাক করার বিষয়ে বিশ্বের হাব হবে ভারত৷” সাধারণত আইফোন, আইওএস ৮-এর মতো ফোন হ্যাক করা যায় না৷ যদি কেউ পাসকোড দিয়ে হ্যাক করার চেষ্টা করে বিফল হন তাহলে তৎক্ষণাৎ সেই মোবাইলের সব তথ্য লুকিয়ে ফেলে এইসব ফোন৷ কিন্তু সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে সব তথ্য জানা সম্ভব৷ তবে এই তথ্য কোনওভাবেই সাধারণ মানুষের হাতে পৌঁছবে না৷

The post এবার বিশ্বের যে কোনও ফোন হ্যাক করতে পারবে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement