সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) হাতছাড়া হলেও বিশ্বক্রিকেটে ভারতের দাপট অব্যাহত। আইসিসি (ICC) র্যাঙ্কিংয়ের মোট আটটি বিভাগে সেরার আসনে রয়েছে মেন ইন ব্লু। জীবনে প্রথমবার টি-টোয়েন্টি র্যাঙ্কিয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন লেগস্পিনার রবি বিষ্ণোই। এছাড়াও দল হিসাবে তিন ফরম্যাটেই এক নম্বরে রয়েছে ভারত। বুধবার প্রকাশ হয়েছে আইসিসির নতুন ক্রমতালিকা। বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেও র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত (Team India)। সেখানেই দুরন্ত পারফর্ম করেছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। পাঁচ ম্যাচে তুলে নিয়েছেন ৯ উইকেট। সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন। তার পরেই সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্রমতালিকায় পাঁচ ধাপ উঠে এসেছেন লেগস্পিনার। রশিদ খানকে সরিয়ে এক নম্বর বোলার বিষ্ণোই। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি ভালো ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
[আরও পড়ুন: হাত দিয়ে বল ধরে ‘হাস্যকর’ আউট, লজ্জার ইতিহাসে বাংলাদেশের তারকা মুশফিকুর]
বিশ্বকাপ চলাকালীনই ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন শুভমান গিল। এখনও নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম দুই স্থানে ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন তাঁরা। বোলারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ।
টেস্টের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। টেস্টের একনম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও তিন ফরম্যাটেই এক নম্বরে রয়েছে ভারত। টি-২০তে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বাকি দুই ফরম্যাটের দুই নম্বরে রয়েছে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া।