ওয়েস্ট ইন্ডিজ – ২৪৫/৬ (চার্লস-৭৯, লুইস-১০০)
ভারত – ২৪৪/৪ (রোহিত-৬২, রাহুল-১০০*)
১ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্র্যাভো-গেইলদের চ্যাম্পিয়ন ডান্সে ওদের বিন্দুমাত্র আগ্রহ নেই! তখনও অপলক দৃষ্টিতে মাঠের দিকে চেয়ে! শেষের ক্লাইম্যাক্সটা এমন হতে পারে, কল্পনাতীত৷
এক ওভারে ৮ রান৷ শেষ বলে দুই৷ সবাই ধরে নিয়েছে বল গ্যালারিতে উড়ল বলে! স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি৷ গোটা দু’য়েক পেল্লাই ছক্কা ততক্ষণে উড়ে গিয়েছে৷ কিন্তু কোথায় কী? থার্ডম্যানে স্যামুয়েলসের হাতে ক্যাচটা যেতেই হতাশায় মাথা নাড়লেন ধোনি! একই অবস্থা গোটা গ্যালারিরও৷ মার্কিন মুলুকে ধোনিদের প্রথম ম্যাচ৷ গ্যালারি থেকে যেভাবে রাহুল…রাহুল, ধোনি…ধোনি করে চিৎকার ভেসে আসছিল, মনে হতেই পারে, ঘরের মাঠে বুঝি খেলছেন বিরাটরা! আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে ফ্লোরিডায় এসেছিলেন সমর্থকরা৷ একটা সিটও খালি নেই৷ তেরঙ্গা হাতে সারাক্ষণ চিৎকার করে গেলেন৷ ম্যাচ শেষে কিছুটা বিষণ্ণতা! প্রিয় দলের হার দেখতে আর কার-ই বা ভাল লাগে৷
তবে ক্রিকেটের কথা বললে, পুরো পয়সা উসুল৷ প্রথম থেকে শেষ, শুধুই এন্টারটেনমেন্ট৷ চার-ছক্কার বন্যা৷ ছোট মাঠ? হবে হয়তো৷ পাটা উইকেট? বোধহয় তাই৷ না হলে কে কবে দেখেছে, ২৪৫ রান তাড়া করে একটা দল প্রায় জিততে বসেছিল! শেষটাও ভারতেরই হতে পারত, যদি না ওই ওভারটা অমনভাবে খেলতেন ধোনিরা৷ কেন অতটা সাবধানী ক্রিকেট খেলে শেষ বল পর্যন্ত ধোনি অপেক্ষা করলেন, বোঝা গেল না৷ কেউ বলছেন, শেষ ওভার ব্র্যাভোর নিজের বল করতে আসাটা মাস্টারস্ট্রোক৷ কিন্তু ধোনিকে ওইভাবে সিঙ্গলস নিতে দেখে তিনিও বোধহয় অবাক হয়েছিলেন! নিট ফল, বিশ্বকাপের সেমিফাইনালের পর ফ্লোরিডাতেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার৷ লোকেশ রাহুলের দুরন্ত সেঞ্চুরিও একেবারে মাঠে মারা গেল৷
ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার চার্লস আর লুইস অবিশ্বাস্য খেললেন! চার্লস ৭৯ রান করে আউট হলেও, লুইসের থামার নাম নেই৷ ৪৯ বলে সেঞ্চুরি৷ ভারতীয় ইনিংসের শুরুটাও ততটা ভাল নয়৷ পাঁচ ওভারের মধ্যে পঞ্চাশ হলেও ড্রেসিংরুমে রাহানে-বিরাট৷ তবে ধোনির ভুলে ফ্লোরিডার মাটিতে রাহুলের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা জলেই গেল৷
The post শেষ ওভারের ভুলে কাজে এল না রাহুলের সেঞ্চুরিও appeared first on Sangbad Pratidin.