shono
Advertisement

দ্বিতীয় টেস্টে ফের ইনিংসে জয়ের পথে বিরাটরা

ক্যাপ্টেনের মুখে চওড়া হাসি ফিরিয়ে দিলেন মহম্মদ সামি, ইশান্ত শর্মা৷ The post দ্বিতীয় টেস্টে ফের ইনিংসে জয়ের পথে বিরাটরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Aug 03, 2016Updated: 01:31 PM Aug 03, 2016

ওয়েস্ট ইন্ডিজ: ১৯৬ এবং ৪৮/৪
ভারত: ৫০০/৯ ডিক্লেয়ার

Advertisement

স্টাফ রিপোর্টার: তৃতীয় দিনের শেষ থেকেই আকাশের মুখ ভার৷ ফাইনাল সেশনের খেলা হয়নি৷ চতুর্থদিন সকালেও জামাইকার সাবিনা পার্কের আকাশ যেমন কালো করে ছিল, তা দেখে বিরাট কোহলির মন খারাপ হওয়াই স্বাভাবিক৷ তবে খেলা শেষমেশ শুরু হল৷ অন্তত ৪৫ মিনিট দেরিতে৷ তার মধ্যেই অবশ্য ক্যাপ্টেনের মুখে চওড়া হাসি ফিরিয়ে দিলেন মহম্মদ সামি, ইশান্ত শর্মা৷ তবে বৃষ্টির জন্য সময়ের আগেই চতুর্থ দিনের খেলা সমাপ্ত বলে ঘোষণা করে দিলেন আম্পায়ার৷ ব্রাভো আউট হওয়ার পরই ওভার শেষ করে মাঠ ছাড়েন সামিরা৷ ওয়েস্ট ইন্ডিজ তখন চার উইকেট হারিয়ে ৪৮৷

তবে বৃষ্টিটাই শাপে বর হল ক্যারিবিয়ানদের৷ ম্যাচ শেষ দিন পর্যন্ত গড়াল৷ ইনিংসে হার বাঁচাতে এখনও দরকার ২৫৬ রান৷ হাতে মাত্র ছয় উইকেট ও একটা গোটা দিন৷ তাতেও যে জুজু কাটবে না এই ক্যারিবিয়ান দলটার৷ শুরুতে ইশান্তের ইন সুইং চান্দ্রিকার কনুইয়ে লেগে স্ট্যাম্প ছিটকে দিল৷ অমিত মিশ্রর বলে রাহুলের হাতে ক্যাচ তুলে ফিরলেন ব্রেথওয়েট৷ সামি পকেটে পুরলেন দু’টি উইকেট৷

তিনশোর উপর রান করে বোলারদের হাতে দু’দিন সময় দিয়েছেন বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের দশটা উইকেট তুলতে হবে৷ ভারতীয় বোলাররা প্রায় অর্ধেক কাজ করেই ফেলেছেন৷ ওয়েস্ট ইন্ডিজের এই দলটার মেরুদন্ড মূলত দু’জন৷ স্যামুয়েলস ও ব্র্যাভো৷ তাঁরাই ফিরে গিয়েছেন৷ ফলে ওয়েস্ট ইন্ডিজ দূর্গ ভাঙতে গোটা দিন লাগবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ সিরিজ ২-০ হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র৷ তাই চওড়া হাসি ক্যাপ্টেন কোহলির মুখেও৷ শুধু চিন্তার খচখচানি একটা জায়গাতেই৷ আজও বৃষ্টি বাঁচাবে না তো ব্র্যাভোদের?

The post দ্বিতীয় টেস্টে ফের ইনিংসে জয়ের পথে বিরাটরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement