shono
Advertisement

ক্যাচ নিয়ে ভারত-বাংলাদেশ ক্রিকেটারদের ধুন্ধুমার, ভাইরাল এমার্জিং এশিয়া কাপের বিতর্কিত ভিডিও

ভারত ও বাংলাদেশ ক্রিকেট ম্যাচ হলেই পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত।
Posted: 02:18 PM Jul 22, 2023Updated: 02:18 PM Jul 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ (India A vs Bangladesh A) ক্রিকেট মাঠে মুখোমুখি হলেই পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত।

Advertisement

জোহানেসবার্গে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের পরে ঝামেলা লেগে গিয়েছিল দুই দেশের ক্রিকেটারদের মধ্যে। সেই জল গড়ায় অনেক দূর।
দুই দেশের সিনিয়র দলের মধ্যে দেখা হলেও পরিস্থিতি প্রায় একই রকম উত্তপ্ত হয়ে ওঠে। একবার রান নেওয়ার সময়ে মহেন্দ্র সিং ধোনি ধাক্কা মেরে বসেন মুস্তাফিজুর রহমানকে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা হয়েছিল।

[আরও পড়ুন: কোহলিকে জড়িয়ে ধরে কাঁদলেন ক্যারিবিয়ান উইকেট কিপারের মা, পোর্ট অফ স্পেনে আবেগপ্রবণ ছবি]

শুক্রবার এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এ ও বাংলাদেশ এ দল। সেই ম্যাচেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে ঝামেলা লেগে যায়।
ম্যাচটা ভারত জেতে ৫১ রানে। রবিবার ফাইনালে ভারতের সামনে পাকিস্তান। শেষ চারের লড়াইয়ে ভারতের ২১২ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৬০ রানে। ২৬-তম ওভারের দ্বিতীয় বলে সৌম্য সরকারের ক্যাচ ঝাঁপিয়ে পড়ে ধরেন নিকিন জোস। সৌম্য সরকার বুঝতে পারছিলেন না ক্যাচটা নিকিন জোস ঠিকঠাক নিয়েছেন কিনা। 

 

আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিজে দাঁড়িয়ে ছিলেন সৌম্য। ভারতীয় ফিল্ডাররা ইশারা-ইঙ্গিতে সৌম্যকে মাঠ ছাড়তে বলেন। তাতে আরও চটে যান সৌম্য। তিনিও পালটা ইঙ্গিত করেন ভারতীয়দের। কিছুক্ষণ পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

[আরও পড়ুন: বেন্ড ইট লাইক মেসি, অভিষেক ম্যাচে গোল করলেন, মায়ামিকে জেতালেন এলএম ১০, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement