shono
Advertisement

পাক মাটি থেকে ৮ আধিকারিককে ফেরাচ্ছে নয়াদিল্লি

সীমান্তের বেড়াজাল পেরিয়ে কুটনৈতিক স্তরে পৌঁছে গিয়েছে ভারত-পাকিস্তান লড়াই৷ The post পাক মাটি থেকে ৮ আধিকারিককে ফেরাচ্ছে নয়াদিল্লি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM Nov 03, 2016Updated: 01:54 PM Nov 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তের বেড়াজাল পেরিয়ে কুটনৈতিক স্তরে পৌঁছে গিয়েছে ভারত-পাকিস্তান লড়াই৷ চরবৃত্তির অভিযোগে পাক হাই কমিশনের মেহমুদ আখতারকে ভারতের হুঁশিয়ারির পর থেকেই চলছে তরজা৷ চাপের মুখে সম্প্রতি ছয় আধিকারিককে ফিরিয়ে নেয় পাক প্রশাসন৷

Advertisement

আধিকারিকরা পাকিস্তানের মাটিতে পৌঁছানো মাত্রই ভারতীয় দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে তোপ দাগে পাক মিডিয়া৷ রাজেশ অগ্নিহোত্রী ও বলবীর সিং নামে দুই আধিকারিকের বিরুদ্ধে ‘র’ ও আইবি’র সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনা হয়৷ পরে আরও ছয় ভারতীয় আধিকারিকের নাম প্রকাশ্যে আনা হয়৷ প্রত্যেকের বিরুদ্ধেই চরবৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান৷

ভারত-পাকিস্তানের তলানিতে ঠেকে যাওয়া সম্পর্কের জেরে আট ভারতীয় নাগরিককেই খুব শিগগিরিই ফিরিয়ে আনতে চলেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনবে সরকার৷

প্রসঙ্গত, মেহমুদ আখতারের ধরা পড়ার পর পাল্টা জবাব হিসাবে ভারতীয় দূতাবাস কর্মী সুরজিৎ সিংকে অবাঞ্ছিত ঘোষণা করে পাকিস্তান থেকে বহিষ্কার করে৷ সুরজিৎ সিং প্রোটোকল মেনে ভারতে ফিরে এসেছেন৷ ভারত প্রমাণ-সহ জানিয়েছিল, মেহবুব রাজপুত নামে এক ব্যক্তির জাল আধার কার্ড বানিয়ে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছিল আখতার৷ কিন্তু সুরজিতের বিরুদ্ধে কোনও প্রমাণ সেভাবে দেখাতে পারেনি পাকিস্তান৷

The post পাক মাটি থেকে ৮ আধিকারিককে ফেরাচ্ছে নয়াদিল্লি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement