সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন আপামর দেশবাসী। তবে সামান্য অসাবধানতার ফলে ফের করোনা সংক্রমণ বাড়তে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে দশমীর সকালে সেই আশঙ্কার সঙ্গে মিলল না করোনার গ্রাফ। কারণ, এদিন দেশে কিছুটা কমল করোনা (Coronavirus) সংক্রমণ। যা স্বস্তি জোগাচ্ছে সকলকেই।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৬ হাজার ৮৬২ জন। যা বৃহস্পতিবারের তুলনায় বেশ খানিকটা কম। এর ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৯২ জন। এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ৩৭৯ জন। এই সংখ্যাটা আগের দিনের কিছুটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫১ হাজার ৪১৪ জন।
[আরও পড়ুন: মাথার দাম ছিল ১ কোটি টাকা! ছত্তিশগড়ে মৃত্যু শীর্ষ মাও নেতা রামকৃষ্ণর]
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬৭৮ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০ জন করোনামুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন। বৃহস্পতিবার পর্যন্ত ৫৮ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে।
কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ জন করোনার টিকা পেয়েছেন।