সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ানের মুণ্ডচ্ছেদে দোষী পাক সেনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল ভারত। বুধবার পাক রাষ্ট্রদূত আবদুল বসিতকে ডেকে এ কথা জানিয়ে দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।
গত সোমবার দুই ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পাক বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটেরই এই বর্বরোচিত কাজ। কোনও একটা ফাঁদ পেতে দুই ভারতীয় জওয়ানকে আলাদা করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। সীমান্তের এপারে প্রায় ২৫০ মিটার পর্যন্ত ভারতীয় সেনা ঢুকে পড়েছিল বলেও জানা যায়। ভারত এ ঘটনার নিন্দা করলেও খুব প্রত্যাশিত ভাবেই পাকিস্তান সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
যদিও ভারতের তরফে জানানো হয়েছে, এর যোগ্য জবাব দেওয়া হবে। কিন্তু সে ব্যাপারে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা কেন্দ্রের তরফে খোলসা করে জানানো হয়নি। প্রধানমন্ত্রী এ নিয়ে কোনও বিবৃতিও দেননি। এই অবস্থাতেই আজ সাউথ ব্লকে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত প্রমুখ। বৈঠকের পরই ডাক পাঠানো হয় পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে। বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানান, পাক রাষ্ট্রদূতকে ডেকে ভারতের ক্ষোভের কথা জানানো হয়েছে। এবং যে পাক রেঞ্জার্সরা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।
The post মুণ্ডচ্ছেদে দোষী পাক সেনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি ভারতের appeared first on Sangbad Pratidin.