shono
Advertisement

নির্দেশ না মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যাবে ভারত

এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। The post নির্দেশ না মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যাবে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 10:25 AM May 19, 2017Updated: 05:54 AM May 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৭ আগস্ট কুলভূষণ যাদব মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করবে আন্তর্জাতিক ন্যায় আদালত। তার আগে প্রাক্তন ভারতীয় নৌ-সেনা কর্মীকে ফাঁসি দিতে পারবে না পাকিস্তান। বৃহস্পতিবার কুলভূষণ যাদব মামলায় এই রায় দিয়েছিল। কিন্তু এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে পাকিস্তান কি আদৌ এই রায় মানবে? যদি না মানে তাহলে ভারতের কী করণীয়? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যদি এই রায় মানতে অস্বীকার করে তাহলে ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আর্জি জানাতে পারে। তাঁদের মতে, কোনও দেশের অভ্যন্তরীন আদালত কোনও নির্দেশকে কার্যকর করতে যতটা চাপ দিতে পারে, আন্তর্জাতিক ন্যায় আদালতের হাতে ততটা ক্ষমতা নেই। আর এক্ষেত্রে পাকিস্তান বলতেই পারে, তারা এই নির্দেশ মানবে না।

Advertisement

[জানেন, কেন এই ক্রিকেটারের নাম ওয়াশিংটন সুন্দর?]

এই প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেছিলেন, ‘এটা পরিস্কার পাকিস্তান কুলভূষন যাদবকে আর ফাঁসি দিতে পারবে না। তিনি এখন নিরাপদে আছেন। যাদবের অধিকারকে খর্ব করার অর্থ আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করবে পাকিস্তান। আশা করি পাক সরকার এই রায়টি ভালভাবেই শুনেছে।’ বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যদি শেষ অবধি এই রায় না মানে, তাহলে ভারত পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা চাপানোর জন্য রাষ্ট্রসংঘের কাছে দরবার করতেই পারে। তাঁদের আশঙ্কা, পাকিস্তান আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে এটাই বোঝাতে চাইছে যে, কুলভূষণের ব্যাপারটি পুরোটাই তাঁদের অভ্যন্তরীন বিষয়। এই নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় তাঁরা মানতে বাধ্য নয়।

[প্রবল ধাক্কা চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পে, বিরোধিতায় সরব বহু দেশ]

প্রসঙ্গত, এদিনের বহু প্রতীক্ষিত রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দুনিয়া৷ পাকিস্তান দাবি করে আসছিল, কুলভূষণ একজন ভারতীয় গুপ্তচর৷ ইসলামাবাদের মাটিতে নাশকতামূলক কার্যকলাপে যুক্ত বলেও অভিযোগ করে পাকিস্তান৷ কোনও বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে না হেঁটে সরাসরি যাদবকে ফাঁসির সাজা শোনায় পাক সামরিক আদালত৷ ভারত অন্তত ১৬ বার যাদবের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানায়৷ কিন্তু প্রতিবারই পাকিস্তান সেই দাবি উড়িয়ে দেয়৷ এমনকী, কুলভূষণের পরিবারকে ভিসা দিতেও অস্বীকার করে ইসলামাবাদ৷

[মেনুতে নরমাংস! গুজবে বন্ধ হতে চলেছে ভারতীয় রেস্তোরাঁ]

ভারত কুলভূষণের ফাঁসির সাজার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেলে আদালত গত মঙ্গলবার যাদবের ফাঁসির উপর স্থগিতাদেশ দেয়৷ কিন্তু পাকিস্তান আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বলে, ওই রায় মানতে রাজি নয় ইসলামাবাদ৷ মামলার জল ফের গড়াতে শুরু করে৷ বৃহস্পতিবার বিচারপতি রনি আব্রাহাম ফের পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, এই মামলায় হস্তক্ষেপ করার অধিকার রয়েছে আন্তর্জাতিক আদালতের৷ আদালতের নির্দেশ, আগস্ট মাসে চূড়ান্ত রায়ের আগে যাদবের ফাঁসির সাজা কার্যকর করা যাবে না৷ পাকিস্তান অবশ্য এদিনও দাবি করেছে, আন্তর্জাতিক আদালতের রায় মানতে তারা বাধ্য নয়৷

[ফের বাড়তে পারে ট্রেনের ভাড়া]

The post নির্দেশ না মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যাবে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement