রাজর্ষি গঙ্গোপাধ্যায়,দুবাই: আজ হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয়টা খুব একটা বড় চ্যালেঞ্জ হওয়ার কথা না রোহিত শর্মাদের। পাকিস্তান ম্যাচে আহামরি কিছু পারফম্যান্সও দেখাতে পারেনি হংকং। তাছাড়া দেশের মাটিতে এখন ঘুর্ণিঝড়ের আতঙ্ক। তা নিয়েও বেশ টেনশনে আছেন হংকংয়ের ক্রিকেটাররা। ভারত অবশ্য হংকং ম্যাচকে আসন্ন মহারণের প্রস্তুতি হিসেবেই দেখছে। কারণ ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মুখোমুখি হবে হবে পাকিস্তানের।
[রাজীব খেলরত্নের জন্য সুপারিশ করা হল বিরাটের নাম]
এশিয়া কাপ ভারতীয় নেট সেশনে উপস্থিত থাকলে তাঁকে চোখে পড়া উচিত। ভারতীয় নন। ইনি শ্রীলঙ্কান। নাম-নুয়ান সেনেভিরত্নে। পেশা- থ্রো ডাউন স্পেশালিস্ট। যিনি না থাকলে নেটে আপাতত চলছে না রোহিত গুরুনাথ শর্মার। এশিয়া কাপে ভারতীয় নেট সেশনে উপস্থিত থাকলে সাঁইত্রিশ বছরের ভদ্রলোকের ব্যাট নিয়ে নিত্যচর্চাও চোখে পড়া উচিত। শ্রীলঙ্কান নন। ইনি পুরোদস্তুর ভারতীয়। নাম- মহেন্দ্র সিং ধোনি।
[কোচ রবি শাস্ত্রীকে এবার সরানো হোক, জোরাল দাবি প্রাক্তন তারকার]
দ্বিতীয়টা প্রথমে লেখা যাক। এশিয়া কাপে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে ধোনি কখনও দু’টো, কখনও তিনটে ব্যাট হাতে নিয়ে নেটে ঢুকেছেন। ওজন মেপে মেপে দেখছেন। তারপর একটাকে বেছে ঢুকছেন নেটে। কেন? রাঁচিতে প্রাক্তন ভারত অধিনায়কের ঘনিষ্ঠমহলে খোঁজ নিয়ে জানা গেল, ধোনি নাকি এশিয়া কাপে হালকা ব্যাটে খেলার কথা ভাবলেও ভাবতে পারেন। আইপিএলে খেলেছিলেন হালকা ব্যাটে। বহু দিন পর তখন পুরনো ধোনি বেরিয়ে এসেছিল। যা নাকি ফের তিনি এশিয়া কাপে করতে পারেন। কোনও কোনও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বললেন যে, হালকা ব্যাটে খেললে কয়েকটা সুবিধে আছে। ম্যানুভার করতে অনেক সুবিধে হয়। দ্রুতগতির পেসার বল করার সময় ভারী ব্যাট নামাতে যে সময় লাগে, তার চেয়ে অনেক কম সময় লাগে হালকা ব্যাটে খেললে। পরিষ্কার হিসেব, বুধবার মহম্মদ আমের কিংবা হাসান আলি কে সামলাতে গেলে ভারী ব্যাটের চেয়ে হালকা ব্যাট অনেক বেশি কাজে আসবে ধোনির। তাঁকে নিয়ে আশ্চর্য তথ্য আরও একটা আছে। রাঁচিতে এশিয়া কাপ প্রস্তুতির সময় বোলিং মেশিনে যে গতিটা ধোনি সেট করতেন, সেটা নাকি দেখার মতো ছিল। ঘণ্টায় মাত্র দেড়শো কিলোমিটার! যার কারণ খোঁজ না নিয়েও লিখে দেওয়া যায়। সেই মহম্মদ আমের-রোহিত শর্মা। তিনিও কি আমের -প্রতিষেধক বার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন না? নুয়ান সেনেভিরত্নের ভারতীয় সাপোর্ট স্টাফ টিমে যোগ দেওয়ার খবর নতুন নয়। নতুন হল, ব্যাটিংয়ের সময় তাঁকে নিয়ে একটু বেশি সময় ধরে পড়ে থাকা। মঙ্গলবার নেটে দু’জনকে প্রায় পরপর খেলে যাচ্ছিলেন রোহিত। প্রথম জন, এশিয়া কাপের ভারতীয় টিমে নবাগত খলিল আহমেদ। যিনিও বাঁ হাতি পেসার। আর দ্বিতীয় জন ওই, সেনেভিরত্নে। থ্রো ডাউন স্পেশালিস্ট, এবং তিনি বাঁ হাতি।
প্রস্তুতি পাকিস্তান ম্যাচ ঘিরে হলেও রোহিতরা কিন্তু হংকংকে বড় ব্যবধানে হারাতে চাইবে। এতে পয়েন্ট টেবিলে যাই প্রভাব পড়ুক ইংল্যান্ডের বিরুদ্ধে দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বড় জয় সত্যিই গুরুত্বপূর্ণ।
The post পাক ম্যাচের আবহেই হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের appeared first on Sangbad Pratidin.