shono
Advertisement

Breaking News

রুটের চওড়া ব্যাটে ভর করে চালকের আসনে ইংল্যান্ড

একে রুটে রক্ষে নেই, আবার মঈন দোসর৷ The post রুটের চওড়া ব্যাটে ভর করে চালকের আসনে ইংল্যান্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 AM Nov 10, 2016Updated: 08:13 PM Nov 09, 2016

ইংল্যান্ড: ৩১১/৪ (রুট-১২৪, মঈন- ৯৯*)

Advertisement

ভারত:

প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা এবং দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট৷ আর সেই নিয়েই যখন একদিকে তোলপাড় গোটা দেশ, তখন রাজকোটের বাইশ গজে বিরাটবাহিনীর চিন্তা বাড়ালেন জো রুটরা৷ উপমহাদেশীয় উইকেটে প্রথম টেস্টের প্রথম দিনই রানের পাহাড় তৈরি করলেন রুট৷ একে রুটে রক্ষে নেই, আবার মঈন দোসর৷

এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলা, কেন উইলিয়ামসনের মতো বিশ্বমানের ব্যাটসম্যানরা ভারতীয় পিচে সাম্প্রতিককালে যা করে দেখাতে পারেননি, তাই বুধবার করলেন জো রুট৷ ২০১৩ সালে অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক এ দেশের মাটিতে শেষবার সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন৷ এদিন ভারতীয় স্পিনারদের তোয়াক্কা না করে হেসে-খেলে শতরান করে ফেললেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপের অন্যতম ভরসা৷ ১২৪ রানের আগে কোনওভাবেই রুটকে রুখতে পারলেন না অশ্বিন, জাদেজারা৷ দলকে স্বস্তিজনক অবস্থায় পৌঁছে দিয়ে উমেশ যাদবের হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি৷ ব্যাট হাতে তাঁর যোগ্য সঙ্গী হয়ে উঠলেন মঈন আলি৷ দিনের শেষে ৯৯ রানে নট-আউট থাকলেন তিনি৷ এদিন ১৭৯ রানের পার্টনারশিপ গড়ে তাক লাগিয়ে দেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান৷ কারণ ২০১৫-১৬ মরশুম শুরু হওয়ার পর থেকে ভারতে সফরকারী কোনও দল এত বড় রানের পার্টনারশিপ করতে পারেনি৷ আর রুট-আলি জুটির দৌলতে অনায়াসেই ৩০০-র গণ্ডি পেরিয়ে গেল কুকবাহিনী৷ যা গত ২০টি ইনিংসে বিরাটদের কোনও প্রতিপক্ষ করতে ব্যর্থ৷

দেশের মাটিতে রাজকোটেই প্রথমবার টসে হারলেন ক্যাপ্টেন কোহলি৷ ঘরের মাটিতে টস জেতাটা যে কত বড় ফ্যাক্টর, এদিনের স্কোরবোর্ড থেকেই তা স্পষ্ট৷ তা সত্ত্বেও শুরুটা মন্দ করেননি অশ্বিনরা৷ ১০৩ রানেই কুক, হামিদ ও ডাকেটের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিলেন ভারতীয় বোলাররা৷ কিন্তু বাদ সাধল রুট ও আলির চওড়া ব্যাট৷ তারই মধ্যে চোট সারিয়ে ওঠা শামি ফের চোটের মুখে পড়লেন৷ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে খেলার মাঝেই মাঠ ছাড়তে হয় বাংলার পেসারকে৷ অশ্বিন দু’টি, জাদেজা ও যাদব একটি করে উইকেট নেন৷ দ্বিতীয় দিন নতুন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমে ঘুরে দাঁড়াবে বিরাটবাহিনী৷ এমনটাই মনে করছে ক্রিকেটমহল৷

The post রুটের চওড়া ব্যাটে ভর করে চালকের আসনে ইংল্যান্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement